কিছুদিন আগেই আয়োজিত হয়েছিল এক জনপ্রিয় জনসংযোগ মাধ্যমের পক্ষ থেকে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলা চলচ্চিত্র, ধারাবাহিক এমনকি ওটিটি সিরিজ হয়ে ওঠে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। ‘ঘরে ঘরে বায়োস্কোপ’ নামের এই অনুষ্ঠানটিতে পুরস্কৃত করা হয় বিভিন্ন মাধ্যমের কলাকুশলীদের। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) নামও উঠে আসে সম্মান প্রদানের জন্য। কিন্তু মঞ্চে পুরস্কৃত হতে উঠেই ঘটে যত বিপত্তি। সেই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেট পাড়ায়।
ওটিটিতে ‘ফেলুদা’কে নবরূপে নির্মাণ করেছেন সৃজিত। সেই হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার সময়, সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন আবেগতাড়িত পরিচালক। কিন্তু বাধ সাধে তাঁর ভাষায়। বাংলা অনুষ্ঠান, বাঙালি অতিথি সমাবেশ, সেখানে ইংরাজি ভাষায় বক্তব্য পেশ করতে থাকেন ‘অটোগ্রাফ’, ‘রাজকাহিনী’ খ্যাত পরিচালক। মঞ্চে উপস্থিত সঞ্চালক, অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জী সৃজিতকে থামিয়েই বাংলায় তাঁর বক্তব্য রাখতে বলেন। সৃজিত সামান্য কিছু সময় চুপ থেকে পুনরায় তাঁর বক্তব্য রাখতে শুরু করেন, এবং আশ্চর্যের ব্যাপার, এবারেও তিনি ইংরাজিতেই বক্তব্য রাখেন।
এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা।বাংলায় বলতে বলার পরেও ইংরাজিতেই বক্তব্য রাখতে দেখে পরিচালকের ওপর ক্ষুব্ধ হন নেট নাগরিকরা। তাঁদের মতে, বাংলা ছবির পাশে দাঁড়াতে বলা পরিচালকও কীভাবে মাতৃভাষাকে অপমান করে বিদেশি ভাষায় বক্তব্য প্রকাশ করেন? আবার কেউ বা সৃজিতের সমর্থনে দিয়েছেন বাক স্বাধীনতার দোহাই। বেশ কিছুদিন এই নিয়ে চর্চা চলার পর, অবশেষে মুখ খোলেন পরিচালক। সামাজিক মাধ্যমে তিনি জানালেন, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একজন অবাঙালি। তাঁর সঙ্গে কোনও অনুবাদক বা অনুবাদ যন্ত্র না থাকার দরুন, তাঁর সুবিদার্থে সৃজিত ইংরাজি ভাষাতেই বক্তব্য রাখেন। পরিচালকের কথায়, “আমার মাতৃভাষার প্রতি প্রেম এবং সাধারণ সহবত, এর মধ্যে স্ট্যাটিস্টিক্সের ভাষায় ‘Spurious correlation’ আছে বলে আমার বদ্ধমূল বিশ্বাস।” তাই কেউ দ্বিমত পোষণ করে পরিচালকের বিরুদ্ধাচারণ করলে, তা নিয়ে বিন্দুমাত্র বিব্রত বোধ করবেন না তিনি। যদিও এই বক্তব্য ঘিরেও সামাজিক মাধ্যমে নেমেছে সমালোচনার ঢেউ।