আর হবেনা ট্রেন লেট, শিয়ালদহ শাখায় এল নতুন প্রযুক্তি।

বিশ্বের অন্যতম বৃহত্তম একটি রেলওয়ে নেটওয়ার্ক হলো ভারতের রেলওয়ে নেটওয়ার্ক (Indian Railway) প্রতিদিন দেশের কয়েক কোটি মানুষ তাদের যাতায়াত, কর্মসংস্থান এবং অন্যান্য কারণ এর জন্য ভারতীয় রেলের উপর নির্ভর করে থাকেন। আমাদের প্রত্যেকের জীবনকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে চলেছে ভারতীয় রেল। ভারতীয় পরিবহনের মেরুদন্ডই বলা চলে ভারতীয় রেলকে। তবে সাধারণ মানুষদের জন্য একটি বড় খুশির খবর এনেছে ভারতীয় রেল। এবার থেকে আর ট্রেন লেট হবে না, এমনই এক প্রযুক্তি এলো শিয়ালদহ ডিভিশনে।

ট্রেন লেট হলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো বা কর্মক্ষেত্রে যেতে দেরি হয়ে যায় অনেকের, বা পরীক্ষার সেন্টারে পৌঁছাতে দেরি হয়ে যাবার দরুন পরীক্ষা বাতিল হয়ে যায়। এছাড়া আরো অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয় আমাদেরকে। এই সমস্যার সমাধান করার জন্যই উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। এসেছে নতুন প্রযুক্তি, যার জন্য এবার থেকে আর ট্রেন লেট হবে না বলে দাবি করা হচ্ছে রেলের তরফ থেকে।

লোকাল ট্রেনের যাত্রীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন তার জন্য এসেছে TMS প্রযুক্তি। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বীবেদি এই প্রযুক্তির উদ্বোধন করেন। বিগত বেশ কয়েক মাস ধরে ট্রেন লেট হওয়ার অভিযোগ সামনে আসছিল। যাত্রীরা ও খোদ রেলের দপ্তরে রেলের দেরি হওয়ার বিষয়ে অভিযোগ করেছে একাধিকবার। এবার থেকে যাতে আর ট্রেন লেট না হয় সেজন্যই নতুন প্রযুক্তি আনা হয়েছে।

ট্রেন পরিষেবাকে আরো মসৃণ করার জন্য চালু হলো ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম (টিএমএস)। এটি ভারতীয় রেলের একটি অত্যাধুনিক প্রযুক্তি। প্রতিনিয়ত ট্রেন চলাচলের ওপর নজরদারি চালাতে এবং নিয়ন্ত্রণ সুনিশ্চিত করার জন্য এই সিস্টেমটি কাজ করবে। সঠিক সময়কে ভিত্তি করে স্টেশনের ইন্টারলকিং, সিস্টেম সিগন্যাল, ট্রাক পয়েন্ট এর সমন্বয় সাধন করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে রেলের রেকগুলি সহজেই চিহ্নিত করা যাবে। এই প্রযুক্তির সাহায্যে ট্রেন বাতিল থেকে শুরু করে ট্রেনের যাত্রা পথ বদল সবটাই করা যাবে।

যাত্রা পথের সমস্ত ট্রেনের গতিবিধির ভিডিও ডিসপ্লের মাধ্যমে নজর রাখা হবে এই প্রযুক্তির মাধ্যমে। তাতেই ধরা পড়বে ট্রেন গুলি ঠিকঠাক সময়ে চলছে কিনা। তাছাড়া লেভেল ক্রসিং, সিগন্যাল সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেই বিষয়টি ও সুনিশ্চিত করা হবে। আপদকালীন পরিস্থিতির মোকাবেলা করা এবং দ্রুত বার্তা পাঠানোর জন্যও এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *