ATM থেকে টাকা তুলতে গেলে দিতে হবে অতিরিক্ত চার্জ, নতুন নিয়ম জারি।

এখনকার দিনে প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে এটিএম কার্ড। ব্যাংকে গিয়ে লম্বা লাইন দিয়ে টাকা তোলার থেকে এটিএম এর মাধ্যমে টাকা তোলা অত্যন্ত অল্প সময়ের ব্যাপার এবং বেশিরভাগ মানুষ এটি করতেই সাচ্ছন্দ্যবোধ করেন। এখনকার দিনে প্রায় সমস্ত ব্যাংকগুলিতেই একাউন্ট খোলার সাথে সাথে ইন্টারনেট ব্যাংকিং এবং এটিএম পরিষেবা দেওয়া হয়। এটিএম থেকে টাকা তোলার জন্য বিভিন্ন ব্যাংকে বিভিন্ন পরিমাণ চার্জ দিতে হয় গ্রাহকদের। তবে সম্প্রতি এটিএম থেকে টাকা তোলার নিয়ম এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং গ্রাহকদের এখানে অতিরিক্ত চার্জ (Bank ATM Withdrawal Charges) দিতে হবে ব্যাংককে।

আপনার যদি ICICI ব্যাংক, HDFC ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একাউন্ট থাকে এবং আপনি যদি এটিএম ব্যবহার করেন, তাহলে এই পোস্টটি আপনার অবশ্যই পড়ে নেওয়া উচিত।

বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তোলার জন্য আলাদা একটি চার্জ (ATM Withdrawal Charges) দেওয়া হয়। নির্দিষ্ট একটি লিমিট পার হয়ে যাবার পর প্রতিবার টাকা তোলার জন্য আলাদা করে 21 টাকার চার্জ করার নির্দেশ দেওয়া রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। মেট্রো সিটির ক্ষেত্রে প্রথম তিনটি এবং নন মেট্রো সিটিতে প্রথম পাঁচটি লেনদেন একদম বিনামূল্যে করা যায়। এরপর প্রতিটি ট্রানজেকশন পিছু অতিরিক্ত ২১ টাকা করে চার্জ দিতে হয়।

ATM Withdrawal Charges SBI:

মাসিক ব্যালেন্স ২৫ হাজার টাকা পর্যন্ত হলে আপনি পাঁচবার সম্পূর্ণ বিনামূল্যে এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এর বেশি ট্রানজেকশন করলে প্রতি ট্রানজেকশনে দশ টাকা এবং জিএসটি কাটা হবে। মাসিক ব্যালেন্স ২৫ হাজার টাকার বেশি হলে যতবার খুশি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। সে ক্ষেত্রে আলাদা করে কোন রকম চার্জ দেওয়ার দরকার হবে না।

ATM Withdrawal Charges PNB:

প্রত্যেক মাসে ৫ বার এটিএম থেকে টাকা তুলতে গেলে আপনাকে কোন রকম টাকা দেওয়ার দরকার পড়বে না। তবে এরপর প্রতিবার দশ টাকা চার্জ এবং জিএসটি কাটা হবে।

ATM Withdrawal Charges HDFC:

এখানেও প্রতি মাসে পাঁচবার এটিএম এর মাধ্যমে ট্রানজেকশন করতে পারবেন। অন্যান্য ব্যাংক গুলি মেট্রো শহরে তিনটি এটিএম ট্রানজেকশন বিনামূল্যে করার সুযোগ দেয়, তবে এই ব্যাংকের এটিএম কার্ড থাকলে আপনারা পাঁচবার বিনামূল্যে ট্রানজেকশন করার সুবিধা পাবেন। এরপর প্রতি ট্রানজেকশনে অতিরিক্ত ২১ টাকা এবং জিএসটি চার্জ দিতে হবে।

ATM Withdrawal Charges ICICI:

এখানে পাঁচবার বিনামূল্যে এটিএম ব্যবহার করতে পারবেন। এরপর প্রতিটি ট্রানজেকশন এর জন্য কুড়ি টাকা এবং আর্থিক লেনদেনের জন্য আট টাকা ৫০ পয়সা চার্জ কাটা হবে।

Scroll to Top