বর্তমানে অনলাইনে টাকা ইনকাম (Online Earning) করার অনেক অ্যাপই পাওয়া যায়। যদিও তার বেশিরভাগই হয় ফেক নয়তো বা ফ্রড। হাতেগোনা যে সমস্ত অ্যাপ গুলো আছে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু খোদ গুগল (Google) থেকেই যদি টাকা ইনকাম করা যায় সেখানে বিশ্বাসযোগ্যতা নিয়ে কোন সংশয়ই থাকে না।
হ্যাঁ গুগল থেকে আপনি ইনকাম করতে পারবেন টাকা। বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা মোবাইলে বিভিন্ন রকম গেম(Game) খেলে, প্লে স্টোর থেকে সিনেমা(Movie) ডাউনলোড করে বা কোন ই-বুক(Ebook) ডাউনলোড করে পড়ে, তারা হাত খরচার জন্য পরিবারের উপরই নির্ভরশীল। এইভাবে যে টাকাটা ইনকাম হতে পারে সেটা এমন ছেলেমেয়েদের জন্য খুবই উপকারী।
মাত্র এক মিনিটেরও কম সময়ে ইনকাম করা যাবে টাকা। দরকার শুধুমাত্র গুগল একাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টের। আপনার কাছে যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে, তবে ইনকাম দ্বিগুণ তিনগুণ বা তারও বেশি হতে পারে।
আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি গুগল থেকে ইনকাম করতে পারবেন।
বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি তাদের প্রোডাক্টের রিভিউ(Paid product review) বা অন্যান্য প্রশ্ন সম্পর্কে কাস্টমারদের ফিডব্যাক (Customer feedback) নেবার জন্য গুগলের ওপর নির্ভরশীল হয়। “GOOGLE OPENION REWARDS” অ্যাপ থেকে আপনি সহজেই সামান্য কিছু প্রশ্নের উত্তর দিয়ে আয় করে নিতে পারবেন টাকা।
প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরে(Play Store) যান।
“Google Openion Rewards” সার্চ করে অ্যাপটি ডাউনলোড করুন। এটি গুগল কোম্পানির নিজস্ব অ্যাপ।সেজন্য আপনার সিকিউরিটি(Security) নিয়ে কোন চিন্তা করার দরকার নেই।
অ্যাপে আপনার জিমেইল অ্যাকাউন্ট(Gmail account) দিয়ে লগইন করে রাখুন। ব্যাস আপাতত কাজ শেষ আপনার।
এবার যখনই ওখানে কোন প্রোডাক্টের রিভিউ বা কিছু সংক্রান্ত প্রশ্ন আসবে তখন আপনাকে নোটিফিকেশন (Notification) দেওয়া হবে।
এপে ঢুকে কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন (Multiple choice questions) দেখতে পাবেন। এমনটা নয় যে নির্দিষ্ট কোন উত্তর আছে প্রশ্নগুলোর। আপনার মতামতের উপর ভিত্তি করে আপনি যে কোন উত্তর দিতে পারবেন। উত্তরের উপর টাচ করে সাবমিট(Submit) করলে সেটি জমা হয়ে যাবে।
মোটামুটি পাঁচটি প্রশ্ন পেতে পারেন। সবগুলো উত্তর দিতে হয়তো আপনার কুড়ি থেকে ত্রিশ সেকেন্ড লাগতে পারে।
সবগুলো উত্তর দেওয়া সম্পূর্ণ হলেই আপনার একাউন্টে ঢুকে যাবে টাকা।
বিশেষ দ্রষ্টব্য: আপনি যদি অন্য জিমেইল একাউন্টে টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে অ্যাপের ডাটা ক্লিয়ার করে নতুন জিমেইল দিয়ে বা অন্য জিমেইল দিয়ে লগইন করতে হবে।
এই টাকা দিয়ে আপনি বিভিন্ন গেমের টপ আপ করতে পারবেন, গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন রকম পেইড ই-বুক এবং সিনেমা ডাউনলোড করতে পারবেন।