Sports News: অনুগামীদের উদ্দেশ্যে শান্ত এবং ইতিবাচক থাকার বার্তা পেলের, স্বস্তির শ্বাস বিশ্ব জুড়ে

ফুটবলের ‘ব্ল্যাক পার্ল’ তিনি। ফুলবল সাহিত্যে, পায়ের জাদুতে সবুজ মাঠে একের পর এক ‘জাদু বাস্তবতা’র দৃশ্য অঙ্কন করে গেছেন। তিনি পেলে! পুরো নাম, এডসন আরান্তেস নাসিমেন্টো। নিজের দেশ ব্রাজিলকে, তিনবার বিশ্বকাপ এনে দিয়েছেন এই কিংবদন্তি। কিন্তু চলতি বিশ্বকাপের মরশুমেই ফুটবলপ্রেমীরা সম্মুখীন হলেন এক দুসংবাদের। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত পেলের শারীরিক অবস্থা, আশঙ্কাজনক। কেমোতেও নাকি সাড়া পাওয়া যাবে না সুস্থতার!

Pele

এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়া মাত্রই, বিশ্ববাসীকে বিষন্নতা গ্রাস করে। চাপা উত্তেজনা, প্রার্থনার সঙ্গেই কাটতে থাকে প্রহর। কিন্তু আরও বড় দুর্ঘটনা ঘটে পরবর্তীতে। হঠাৎ শোনা যায়, পেলে আর নেই! সত্যতা বিচার না করেই সামাজিক মাধ্যমের ‘কল্যাণে’ মানুষ হাহাকার শুরু করেন। কিন্তু অপরিদকে, ‘জীবিত’ পেলে দিব্যি রয়েছেন বহাল তবিয়তে।

Pele

সামাজিক মাধ্যমের গুণ হাজার, আবার দোষও যেন লক্ষাধিক! বিশেষ করে, কোনও অসুস্থ ‘তারকা’র শারীরিক অবস্থার অবনতিই যেন সামাজিক মাধ্যমের ‘কনটেন্ট’। কতক্ষনে আক্রান্তের জীবনে সেই চরম কঠিন মুহূর্তটি আসবে, এবং কে কত আগে সেই খবর প্রচার করবেন! পেলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

তাই একটু সময় যেতেই, স্বয়ং ‘ফুটবলের রাজা'(King of Football) নিজেই টুইট করে জানান তাঁর সুস্থতার কথা। তিনি প্রথমেই তাঁর অনুরাগীদের শান্ত এবং ইতিবাচক থাকার পরামর্শ দেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সমগ্র চিকিৎসা ব্যবস্থার প্রতি। তিনি জানান, ঈশ্বরের প্রতি তাঁর অগাধ বিশ্বাসের কথা। ঈশ্বর যে সব ভালোর জন্যই করেন, তিনি যে আবার পুরনো ছন্দেই ফিরে আসবেন, এমন মনোভাবই প্রতিফলিত হয় তাঁর বয়ানে। টেকটকির পক্ষ থেকেও জানাই, দ্রুত সুস্থ হয়ে উঠুন পেলে, বিশ্ব আবার আপনার অপেক্ষায়, আরও একবার চমকে যাওয়ার জন্য দিন গুনছে, আপনার মত ‘বিস্ময়’ ব্যক্তিত্বের লড়াইয়ে জয়ী হওয়ার!

Pele
Scroll to Top