Google Pay এর এই ট্রিকসে মাত্র এক মিনিটেই পেতে পারেন ২০১ টাকা, যতবার করবেন প্রতিবার পাবেন ২০১ টাকা।

ভারতের অনলাইন পেমেন্ট গুলির মধ্যে বর্তমানে গুগল পে (Google pay) অন্যতম। টাকা পাঠানো, রিচার্জ,বিল পেমেন্ট সব কিছুই করা যায় এই অ্যাপ থেকে। অন্যান্য অ্যাপগুলি যেখানে বিল পেমেন্ট বা রিচার্জের (Recharge) জন্য অতিরিক্ত ১ টাকা চার্জ করছে, গুগল পে সেখানে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে।

Google পে ব্যবহার করে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। মাত্র এক মিনিটেরও কম সময়ে আপনি ২০১ টাকা উপার্জন করতে পারবেন।

জেনে নিন Google Pay র সেই ট্রিক স্টেপ বাই স্টেপ:

১. এইভাবে ২০১ টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট টাইম ইউজার(First time user) হতে হবে। অর্থাৎ আপনার ফোনে আগে গুগল পে ইনস্টল(install) না থাকলে তবেই পাবেন।

২. Existing Users দের সকলের Refer এবং Earn অপশন আছে। কারো ক্ষেত্রে ২১ টাকা কারো ১০১ টাকা এবং কারো ২০১ টাকা। তবে বিশেষ কিছু কাস্টমারদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। আপনি যদি নরমালি play store থেকে google পে ইন্সটল করেন, তবে প্রথমবার ট্রানজেকশনে আপনি কোনো ক্যাশব্যাক টাকা নাও পেতে পারেন।

৩. বিশেষ কিছু কাস্টমারদের লিংক থেকে গুগল পে ইন্সটল করে কাউকে ১ টাকা পাঠালে আপনি পেতে পারেন মোটা অঙ্কের ক্যাশব্যাক এবং ২০১ টাকার রেফার বোনাসের সুযোগ। এবং এই রেফার বোনাস থেকে আপনি যতজনকে রেফার করতে পারবেন প্রত্যেক জনের জন্য আপনি পাবেন ২০১ টাকা বা ১০১ টাকা।

রইলো দুটি লিংক:

link 1: https://g.co/payinvite/t3sy9i

link 2: https://g.co/payinvite/ck3op0t

এমন লিংক থেকে গুগল পে ইন্সটল করলে অবশ্যই পাবেন দুটো সুযোগই(Cashback+ Refer and Earn)। আপনি নরমাল প্লে স্টোর সার্চ করেও ইনস্টল করতে পারেন, সেক্ষেত্রে প্রথম ক্যাশবাকটি(Cashback) মিস করতে পারেন।

বিশেষ কাস্টমারদের রেফার লিংক থেকে গুগল পে ইন্সটল করে আপনি আপনার যে কোন বন্ধুকে যেকোনো অ্যামাউন্ট এর টাকা পাঠাতে পারেন। ১ টাকা ও পাঠাতে পারেন আপনি। ট্রানজেকশন সফল হলে প্রথমেই আপনার একাউন্টে ২১ টাকা ঢুকবে এবং ১০১ টাকা বা ২০১ টাকা মূল্যের রেফার করার অফার আপনি পেয়ে যাবেন।

google pay বা যেকোনো রকম অনলাইন পেমেন্ট অ্যাপে কখনো কাউকে নিজের পিন বলবেন না। না জেনে কৌতূহলবশত কোন স্ক্যানার স্ক্যান করবেন না।

Scroll to Top