“বাঁচার সে কি আনন্দ..”! এত সহজ কথাটিই যেন আমাদের জীবনের সবচেয়ে বিরল চাহিদা! আচ্ছা আমরা কি সত্যিই বাঁচি? আমরা বাঁচতে আসলে ভুলে যাই.. তাই বাঁচার আনন্দ আমাদের যাদুমন্ত্র ছুঁয়ে দিয়ে সুখ সাগরে ভাসাতে পারে না। ব্যস্ত রোজনামচা, সাংসারিক দায়বদ্ধতার যাঁতাকলে এইভাবেই দিন কেটে যায় গৃহবধুদের। সাধারণ ভাত কাপড়ই কেবল তাঁদের ভবিতব্য! সংসার যেন খাঁচা! আনন্দ নেই, ইচ্ছে নেই, চাহিদা নেই… কিন্তু কোজাগরী বসু সংসারে থেকেও চেয়েছেন নিজের আনন্দে মেতে উঠতে। সঙ্গী হয়েছেন তাঁর কন্যা তোতা। ঠিক এমনই এক নতুন এবং ভিন্ন স্বাদের দৃশ্যপট অঙ্কন করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। স্টার জলসা আসন্ন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’ এ দর্শক তথা সকল গৃহিণী খুঁজে পাবেন এক নতুন বাঁচার আনন্দ।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকটির প্রোমো। প্রসঙ্গত, বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে স্বমহিমায় ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। শেষ তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে নাম ভূমিকায়। এই ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে তিনি ‘সাধারণ’ ঘরকন্নার কাজে ব্যস্ত। কিন্তু সেই সাধারণের মধ্যেও ফুটে উঠছে তাঁর অসাধারণত্ব। ‘মম চিত্তে নিতি নৃত্যে’ গানের সঙ্গে তাল দিয়ে, নৃত্যের ভঙ্গিতে এগিয়ে চলেছেন অপরাজিতা। এমন সময় আবির্ভাব হয় তাঁর কন্যারত্নটির। বিশিষ্ট সঞ্চালিকা মধুমন্তি মৈত্রের কন্যা অনুষা বিশ্বনাথন। এই প্রথম তাঁকে ছোট পর্দায় দেখা গেলেও, বড় পর্দায় তিনি বেশ জনপ্রিয় মুখ। এই ধারাবাহিকে তাঁর নাম ‘তোতা’।
তোতা এই যুগের স্বাভাবিক স্বভাবশতই বেশ ‘টেক স্যাভি’। তাঁর সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছে তাঁর ‘হোম মিনিস্টার’ মা। ভার্চুয়াল জগত নিয়ে মেতে থাকলেও, মাই তাঁর কাছে অদ্বিতীয়। যদিও তাঁর মা, অর্থাৎ কোজাগরী মনে করেন সকল মা’ই তাঁর আপন জগতে অদ্বিতীয়।
মা মেয়ের এমন মনোরম মুহূর্ত যাপন হৃদয় ছুঁয়ে গেছে দর্শকের। সকলেই ভালোবাসা প্রকাশ করেছেন ধারাবাহিকটির উদ্দেশ্যে। উল্লেখ্য, প্রোমো মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ধারাবাহিকের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। শুধু তারিখই নয়, ঘোষণা করা হয়েছে সময়ও। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রাত ৯ টায় এই ধারাবাহিক সম্প্রচারিত হবে। সেই সময় স্টার জলসায় সম্প্রচারিত হত ‘এক্কা দোক্কা’। খুব সম্ভবত এই ধারাবাহিকের সময় পরিবর্তিত হবে।