সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে OnePlus Nord 2T 5G মডেল। যা Poco F4 5G প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। নতুন মডেলের মেশিনগুলির খরচ, সফটওয়্যার এবং রং প্রভৃতি আলাদা। তবে আপনি যদি ৩০ হাজার টাকার নিচে মোবাইল খোঁজেন, তাহলে OnePlus Nord 2T এর সাথে Poco F4 5G তুলনা করে কিনতে পারেন।
Display
OnePlus Nord 2T 5G ডিসপ্লে হলো ৬.৪৩ ইঞ্চি ফুল HD+ AMOLED,
Poco F4 5G ডিসপ্লে হলো ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ ER AMOLED
প্রসেসর
OnePlus Nord 2T 5G প্রসেসর হলো 1300 SoC MediaTek Dimensity,
Poco F4 5G প্রসেসর হল Snapdragon 870 SoC
ব্যাক ক্যামেরা
OnePlus Nord 2T 5G ব্যাক ক্যামেরা হলো, Sony IMX766 50 মেগাপিক্সেলের প্রধান সেন্সর এবং একটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সক্ষম f/1.8 লেন্সের সাথে একটি ট্রিপল ব্যাক ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা
Poco F4 5G , এটার প্রাথমিক সেন্সর হলো 64 মেগাপিক্সেল এবং লেন্স রয়েছে f/1.8 সাথে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) , ট্রিপল ব্যাক ক্যামেরা। ম্যাক্রো ক্যামেরা হলো 2 মেগাপিক্সেল এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা হলো 8 মেগাপিক্সেল।
সেলফি ক্যামেরা
OnePlus Nord 2T 5G সেলফি ক্যামেরা হলো Sony IMX615 এর 32 মেগাপিক্সেল।
Poco F4 5G সেলফি ক্যামেরা হলো ফ্রন্ট ক্যামেরা মেগাপিক্সেল সেন্সর।
মেমোরি
OnePlus Nord 2T 5G স্টোরেজ ১২৮ জিবি সহ RAM আছে ৮ জিবি / স্টোরেজ ২৫৬ জিবি সহ RAM ১২ জিবি।
Poco F4 5G স্টোরেজ ১২৮ জিবি সহ RAM ৬ জিবি/ স্টোরেজ ২৫৬ জিবি সহ RAM ১২ জিবি।
ব্যাটারি
OnePlus Nord 2T 5G ব্যাটারি হলো ৪,৫০০ mah ডুয়াল – সেল। Poco F4 5G ব্যাটারি হলো ৪,৫০০ mah।
অপারেটিং সিস্টেম
OnePlus Nord 2T 5G অপারেটিং সিস্টেম হলো OxygenOS 12.1 সহ Android 12
Poco F4 5G অপারেটিং সিস্টেম হলো MIUI 13 সহ Android 12।
দাম
OnePlus Nord 2T 5G দাম শুরু হচ্ছে ২৮ হাজার ৯৯৯ টাকা থেকে। Poco F4 5G দাম শুরু হচ্ছে ২৭ হাজার ৯৯৯ টাকা থেকে।