• Please enable News ticker from the theme option Panel to display Post

হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করবেন কিভাবে? জানুন স্টেপ বাই স্টেপ।

হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করবেন কিভাবে? জানুন স্টেপ বাই স্টেপ।

ভারতে চালু থাকা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলির মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, whatsapp এগুলি সব থেকে বেশি জনপ্রিয়। আর এই তিনটি সংস্থার মালিকানাই রয়েছে বর্তমানে মেটার হাতে। বর্তমানে ভারতের কয়েক কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। নিত্যদিনের বহু দরকার ছাড়াও ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা ইত্যাদি বহু ক্ষেত্রে দরকার হয় হোয়াটসঅ্যাপের। এখানে টেক্সট মেসেজ থেকে শুরু করে অডিও কল ভিডিও কল সহ একাধিক সুবিধা রয়েছে। সম্প্রতি কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপের তরফ থেকে নতুন একটি ফিচার লঞ্চ করা হয়েছে যেটির নাম দেওয়া হয়েছে চ্যানেল।

কিছুদিন পর পরই whatsapp এর তরফ থেকে একাধিক আপডেট প্রকাশ করা হয়, যেখানে নতুন নতুন ফিচার ব্যবহার করার সুযোগ পান গ্রাহকেরা। নতুন এই চ্যানেল এর ফলে যে সমস্ত সংস্থা বা ব্যক্তির একাধিক ফলোয়ার রয়েছে তারা whatsapp এর মাধ্যমে এবার থেকে আপডেট দিতে পারবেন। আর ফলোয়াররা সেই চ্যানেল থেকেই তার খুঁটিনাটি সমস্ত তথ্য জানতে পারবেন

whatsapp চ্যানেল অনেকটা টেলিগ্রাম চ্যানেলের মতই। এখানে কোন ব্যক্তি বা সংস্থা কোন বার্তা দিলে তা নিমেষে মধ্যেই পৌঁছে যাবে বহু সংখ্যক ফলোয়ারের কাছে। যে সমস্ত ফলোয়াররা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন শুধুমাত্র তাদের কাছেই যাবে আপডেট। whatsapp চ্যানেল একটি একমুখী ব্রডকাস্ট পরিষেবা, যেখানে সাবস্ক্রাইবাররা কোন রকম মেসেজ বা রিপ্লাই করার সুযোগ পাবে না। তবে তারা রিএক্ট দিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবে কীভাবে?

অ্যান্ড্রয়েড মোবাইলে প্রথমে অ্যাপ্লিকেশনটি লঞ্চ করতে হবে।

এরপর আপডেটস ট্যাবে যেতে হবে হোয়াটসঅ্যাপে।

স্ট্যাটাস বা স্টোরি সেকশনের নিচে রয়েছে চ্যানেল সেকশন। এখানে প্লাস আইকনে ক্লিক করলেই নতুন চ্যানেল তৈরি করার অপশন পাওয়া যাবে।

এরপর whatsapp চ্যানেল এর নিয়ম কানুন এবং গাইডলাইন পড়ে নিতে হবে। এরপর চ্যানেলের আইকনে একটি ছবি সিলেক্ট করতে হবে, চ্যানেলের নাম লিখতে হবে এবং ডেসক্রিপশন দিতে হবে।

তারপর Create Channel- এ ক্লিক করতে হবে।

আর এই পদ্ধতির মাধ্যমেই আপনি আপনার নিজস্ব একটি whatsapp চ্যানেল তৈরি করে ফেলতে পারবেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *