৩৯৭ টাকার ৫ মাসের বৈধতা, আনলিমিটেড কল। কোন সিম দিচ্ছে এই অফার?

ভারতের সব থেকে বড় টেলিকম সংস্থাগুলির মধ্যে রয়েছে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এবং BSNL। দামের তুলনায় এয়ারটেল এবং জিওকে টেক্কা দিতে প্রথমেই নাম আসে বিএসএনএল এর। কারণ এই সংস্থাটি অত্যন্ত কম দামে গ্রাহকদের অনেক সুবিধা দিয়ে থাকে, যা অন্যান্য কোন টেলিকম সংস্থা গ্রাহকদের দেয় না। BSNL এর তরফ থেকে এমন একটি প্যাক লঞ্চ করা হয়েছে যেটির মধ্যবিত্ত পরিবারের জন্য অন্যতম একটি সুবিধাজনক প্যাক হতে পারে।

বিএসএনএল সংস্থা গ্রাহকদের কথা মাথায় রেখে একটি অভাবনীয় প্ল্যান নিয়ে এসেছে। মাত্র 397 টাকা রিচার্জ করলেই আপনারা পাবেন অসাধারণ অফার যা আপনার কল্পনারও বাইরে এবং এই টাকার মধ্যে এমন ভালো অফার অন্য কোন টেলিকম সংস্থা আপনাকে দিতে পারবে না।

যারা প্রত্যেক মাসে মোটা অংকের টাকা রিচার্জ করেন শুধুমাত্র সিমটিকে সক্রিয় রাখতে, তাদের জন্য এই প্যাকটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্যাক হতে পারে। ৩৯৭ টাকার এই প্যাক রিচার্জ করলে আপনারা পাবেন ১৫০ দিন অর্থাৎ পাঁচ মাসের বৈধতা। এই প্যাকে কোন রকম ইন্টারনেট ডাটা পাবেন না ঠিকই, তবে ৫ মাসের জন্য পাবেন আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা।

তবে আপনার যদি ইন্টারনেটের প্রয়োজন হয় তাহলে আপনি ৩৯৯ টাকার রিচার্জ করতে পারবেন। এতে আপনি ২৮ দিনের বৈধতা পাবেন এবং পাবেন প্রতিদিন ৩ জিবি করে ডাটা। এছাড়া এই প্যাকের সাথে পাবেন অতিরিক্ত ৬ জিবি হাই স্পিড ডাটা। পাশাপাশি থাকবে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস।

এয়ারটেলে প্রতি মাসে সিম চালু রাখতে ন্যূনতম খরচ হয় ১৫৫ টাকা। বৈধতা থাকে মাত্র ২৪ দিনের। সেই হিসেবে ১৫০ দিনের খরচ হবে প্রায় ৯৭০ টাকা। তবে আপনারা যদি বিএসএনএল এর সিমে মাত্র 397 টাকা রিচার্জ করেন তাহলেও ১৫০ দিনের বৈধতা পেয়ে যাবেন, যা airtel কোম্পানির তুলনায় প্রায় ৫৭১ টাকা কম। এভাবে আপনার প্রতি মাসে ১০০ টাকারও বেশি সাশ্রয় করতে পারবেন।

Scroll to Top