একজন রিচার্জ করলেই ৫ জন ব্যবহার করতে পারবেন পরিষেবা, Airtel এর এই প্ল্যান সম্পর্কে জানেন?

ভারতের মোবাইল টেলিকম সংস্থা গুলির কথা বললেই প্রথমে মাথায় আসে এয়ারটেল, ভোডাফোন এবং জিওর কথা। অফারের দিক থেকে তিনটি টেলিকম সংস্থা বরাবর নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে এবং গ্রাহকদের নিজেদের দলে টানার চেষ্টা করে থাকে। বিভিন্ন আকর্ষণীয় প্ল্যান দিয়ে তিনটি টেলিকম সংস্থাই নিজেদের অপারেটরে বহু গ্রাহককে আকর্ষিত করতে থাকে সারা বছরজুড়ে।

সম্প্রতি এয়ারটেল একটি প্ল্যান লঞ্চ করেছে যেখানে একজন রিচার্জ করলে ৫ জন ব্যবহার করতে পারবেন সেই পরিষেবা। এয়ারটেলের এই প্ল্যান লঞ্চ হবার ফলে ভোডাফোন আইডিয়া এবং জিওর গ্রাহক সংখ্যা বিপুল পরিমানে কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন প্রতিটি পরিবারে তিনজন, চারজন বা ৫ জন সদস্য থাকেন। প্রত্যেকের মোবাইল রিচার্জ করতে গেলে মাসে অনেক টাকা খরচ হয়ে যায়। এয়ারটেলের এই প্ল্যান লঞ্চ হবার ফলে বাড়ির একজন রিচার্জ করলে পাঁচ জন ব্যবহার করতে পারবেন পরিষেবা। তবে এই সুবিধা শুধুমাত্র পোস্টপেইড ব্যবহারকারীরাই গ্রহণ করতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক এই প্লানের বেনিফিট গুলো।

এই প্লানের মূল্য ১৪৯৯ টাকা।

ডেটা কলিং এবং অন্যান্য অনেক সুবিধা পাবেন এই প্যাকের মাধ্যমে।

মোট ২০০ জিবি ডাটা পাওয়া যাবে এই প্যাকের মাধ্যমে।

প্রতিটি এড অন করার সময় তারা ৩০ জিবি করে ডেটা পাবেন।

আনলিমিটেড ভয়েস কলিং (Unlimited Voice Calling) এর সুবিধা পাওয়া যাবে এই প্যাকে।

এসএমএস পাবেন ১০০ টি।

অনলাইন ওটি টি সাবস্ক্রাইবশনের সুবিধা ও পাওয়া যাবে এই প্যাক এর মাধ্যমে। ছয় মাসের আমাজন প্রাইম (Amazon prime) এবং এক বছরের ডিজনি হটস্টারের (Disney Hotstar) সাবস্ক্রিপশন পাওয়া যাবে এই প্যাকের মাধ্যমে।

এয়ারটেলের এই প্যাক লঞ্চ হবার ফলে আশা করা যাচ্ছে যে, অনেক গ্রাহক ভোডাফোন আইডিয়া এবং জিওর পরিষেবা ছেড়ে এয়ারটেলের প্রতি আকৃষ্ট হতে পারেন।

Scroll to Top