শনিবার থেকেই নেট দুনিয়াসহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এই ছবি। প্রাথমিক ভাবে দেখলে মনে হবে বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ যেন বসে আছেন আপন মনে। হয়ত নিমজ্জিত আছেন কোনও এক গভীর চিন্তায়। কোনও কালজয়ী সৃষ্টির ঠিক প্রাক্কালে যেন এইভাবে ধরা দিয়েছেন কবি। কিন্তু নাহ্, সবাইকে চমকে দিয়ে উদঘাটন হয়েছে ছবির আসল রহস্য। বিশ্বকবি নন, বরং তাঁর অবয়ব ধরেছেন বলিউডের এক বিখ্যাত অভিনেতা। তবে কে তিনি?
তিনি আর কেউ নন, আমাদের অতি সুপরিচিত বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। শনিবার তিনি তাঁর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তাঁর এই রাবীন্দ্রিক সজ্জা। যা দেখে রীতিমত হতবাক নেটিজেনরা। সত্যিই যে এটি রবীন্দ্রনাথের ছবি নয়, তা যেন বিশ্বাসযোগ্যই হয়ে ওঠে না তাঁদের কাছে। ঢলা কুর্তা, সাদা দাড়িতে হুবহু যেন স্বয়ং গুরুদেব! বুঝতে বাকি থাকে না, আসন্ন ছবিতে এই রূপেই ধরা দিতে চলেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। তবে ছবি সম্পর্কে বিশদে তিনি অবগত করেননি অনুগামীদের। তাঁর কথায়, এটি তাঁর ৫৮৩ নম্বর ছবি। রবীন্দ্রনাথের মত একজন সাহিত্য-তাপস ব্যাক্তিত্বের চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া, তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। কিন্তু অভিনেতা জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি এই ছবি সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করবেন জনসমক্ষে। এখন কেবল অপেক্ষার পালা।
এই মুহূর্তে অভিনেতা বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত আছেন। অনেকের ধারণা, অভিনয় জগতে বার্ধক্যের স্থান নেই। যৌবনই নাকি অভিনেতার মূল মন্ত্র। কিন্তু অনুপম খেরের মুখে প্রায়শই শোনা যায় অন্য সুর। তিনি বলেন, অভিনয়েই একজন অভিনেতার মূল মন্ত্র, সে তিনি যে বয়সীর হন না কেন। অভিনয়কে ভালোবেসে এগিয়ে গেছেন বলেই, আজ বর্ষীয়ান হয়েও তাঁর কাছে আসছে একাধিক সুযোগ। বলা বাহুল্য, প্রত্যেকটি সুযোগই একটি অপরটির চেয়ে সেরা হয়ে উঠছে। রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করতে পেরে বেশ আশাবাদী অভিনেতা। পেয়েছেন অগণিত ভক্তের শুভ কামনা।