Hair Care for Male: অকালে টাক পড়ে যাওয়ার সমস্যা থেকে বাঁচার উপায় দেখে নিন।

চুলের সমস্যায় বর্তমানে সকলেই জর্জরিত। চুল পড়ে যাওয়া, জট পাকানো চুল, খড়খড়ে চুল ইত্যাদি বিভিন্ন বিষয়ে ওষ্ঠাগত প্রাণ। তবে এর মধ্যে আবার বড়ো সমস্যা হলো অকালেই টাক পড়া এবং এই টাক হওয়ার সমস্যাটি মূলত দেখা যায় পুরুষদের মধ্যে। মহিলাদের সাধারণত টাক পড়ার সমস্যাটি থাকেনা। অনেক সময় এর পেছনে Genetic কারণ থাকে। আবার কারণ হিসেবে Hormone এর কারণে। এর থেকে তাহলে মুক্তি পাবার উপায় নেই?

হ্যাঁ অবশ্যই আছে। এক বিশেষ তেল আপনি নিয়মিত ভাবে মাথায় মাখলে পেতে পারেন সমস্যার সমাধান।কিভাবে বানাবেন সেই তেল? আসুন দেখে নেওয়া যাক। কোন কোন উপাদান লাগবে দেখে নিন। এই তেল নিয়মিত চুলে ম্যাসাজ করলে চুল হবে ঘন, কালো এবং সুন্দর।

তেল বানানোর উপকরণ:
১) সরষের তেল দুই কাপ
২) কালোজিরে তিন টেবিল চামচ

হ্যাঁ মাত্র এই দুটি উপকরণই লাগবে তেলটি বানাতে। কিভাবে দেখুন:

১) সরষের তেলকে প্রথমে লোহার কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে।
২) এবারে এর মধ্যে কালোজিরে দিয়ে দিন তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনভাবেই না যেন পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু তেল খারাপ হয়ে যাবে।
৩) এরপর ভালো করে কালোজিরেকে তেলের মধ্যে ফুটতে দিন।
৪) বেশ খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে ছেঁকে নিলেই আপনি পেয়ে যাবেন সুন্দর কালো জিরার তেল।

উপকারিতা:

১) চুল কালো কুচকুচে করতে সাহায্য করে কালো জিরার তেল।

২) চুল লম্বা করতে সাহায্য করে কালো জিরার তেল।

৩) মাথায় খুশকি কমাতে ব্যবহার করুন কালো জিরার তেল।

৪) টাক মাথায় নতুন করে চুল গজাতে সাহায্য করে কালো জিরার তেল।

৫) যাদের চুল লাল হয়ে গেছে, রুক্ষ, শুষ্ক হয়ে গেছে, তারা অনায়াসে ব্যবহার করুন কালো জিরার তেল।

এর সাথেই অ্যালোভেরা জেল অথবা পেঁয়াজের রস মিশিয়ে দিতে পারেন। পেঁয়াজের রস মেশালে দেখবেন আপনার চুল ভীষণ সুন্দর হবে। পেঁয়াজের রসের সঙ্গে অ্যালোভেরা জেল এবং ডিম মিশিয়ে সপ্তাহে অন্তত একদিন মাথায় লাগান, দেখবেন চুল হবে ভীষণ সুন্দর। যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই টাক মাথায় চুল গজাবে।

বিঃ দ্রঃ: এই পদ্ধতি অনুসরণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *