বিনামূল্যে পাবেন Smart TV ও Projector, জানুন শর্ত কি!

স্মার্ট টিভি এবং প্রজেক্টর অন্যতম দুটি ইলেকট্রিক গ্যাজেট, যেগুলি অত্যান্ত দরকারি দুটি গ্যাজেট। তবে অত্যাধিক দামের কারণে বেশিরভাগ মানুষই এগুলি কিনতে পারেন না। তবে অনেকেরই স্বপ্ন থাকে স্মার্ট টিভি এবং প্রজেক্টর কেনার। তবে আপনারা সম্পূর্ণ বিনামূল্যেই স্মার্ট টিভি এবং প্রজেক্টর পেতে পারেন। এর জন্য মানতে হবে কিছু শর্ত।

ভারতের দ্রুত বর্ধনশীল ইন্টারনেট কোম্পানি গুলির মধ্যে অন্যতম একটি কোম্পানি হল Excitel, সম্প্রতি এই কোম্পানিটি গ্রাহকদের জন্য নতুন দুটি ব্রডব্যান্ড প্ল্যানের ঘোষণা করেছে। ৪০০ এমবিপিএস পর্যন্ত স্পিড পেতে পারেন আপনারা এই প্ল্যানের মাধ্যমে। আর এই প্ল্যানগুলি রিচার্জ করলেই আপনারা রিচার্জের সাথেই পেয়ে যাবেন একটি স্মার্ট টিভি এবং এটি হোম প্রজেক্টর।

এর আগেও কেবল কাটার নামে একটি ব্রডব্যান্ড প্ল্যান ঘোষণা করেছিল এই কোম্পানি, যেখানে স্মার্ট টিভির সাথে ৪০০ এমবিপিএস স্পিড সমৃদ্ধ ইন্টারনেট কানেকশন দেওয়া হচ্ছিল গ্রাহকদের। তবে রিচার্জ প্ল্যান এর সাথে স্মার্ট টিভি এবং প্রজেক্টর ছাড়াও এই কোম্পানিটি বিভিন্ন ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন দিয়ে থাকে। বর্তমানে ভারতের অন্যান্য ব্রডব্যান্ড কানেকশনগুলির মধ্যে রয়েছে এয়ারটেল এবং jio, গ্রাহকদের ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের টানতে এই কোম্পানিগুলি ও মাঝেমধ্যে বিভিন্ন রকম অফার লঞ্চ করে থাকে। তবে EXCITEL কোম্পানি যেভাবে বিনামূল্যে স্মার্ট টিভি এবং প্রজেক্টর দেওয়ার কথা ঘোষণা করেছে, তার ধারেকাছেও নেই কোন কোম্পানি।

নতুন এই প্লানে আপনাকে রিচার্জ করতে হবে ১২৯৯ টাকা এবং ১৪৯৯ টাকা। ৩৫ টির ও বেশি শহরে এই কোম্পানি তাদের পরিষেবা দিয়ে থাকে। এই প্লানটি রিচার্জ করলে আপনারা পেয়ে যাবেন ৪০০ এমবিপিএস এর ব্রডব্যান্ড কানেকশন। পাশাপাশি পেয়ে যাবেন 16 টি অনলাইন প্লাটফর্ম, সাড়ে পাঁচশরও বেশি লাইভ চ্যানেল। OTT প্লাটফর্ম গুলির তালিকায় থাকছে সনি লাইভ, জি ফাইভ, ডিজনি প্লাস হটস্টার ইত্যাদি। প্লানগুলির বৈধতা এক মাস।

১২৯৯ টাকার প্ল্যানের সাথে আপনারা পেয়ে যাবেন একটি স্মার্ট টিভি এবং ১৪৯৯ টাকার প্ল্যান এর সাথে আপনারা পেয়ে যাবেন একটি প্রজেক্টর সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ শুধুমাত্র ইন্টারনেট কানেকশন নয়, বাড়ির বিনোদনের চাহিদা ও পূরণ করে নিতে পারবেন এই দুটি প্ল্যান রিচার্জ করলে।

Scroll to Top