গরমে যত্রতত্র ফেটে যাচ্ছে AC, এই নিয়ম না জানলে আপনিও বিপদে পড়বেন

বর্তমানে গ্রীষ্মের দাবদাহ ক্রমশ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে কমার্শিয়াল ব্যবহার ছাড়াও, বহু মানুষ ব্যক্তিগতভাবে এয়ারকন্ডিশনার ব্যবহার করে থাকেন। তবে সামান্য কিছু ভুলের জন্য বহু বাড়িতে এয়ারকন্ডিশনার ব্লাস্ট করে যাচ্ছে এবং সমূহ বিপদের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

এজন্য আপনারা যদি বাড়িতে এয়ারকন্ডিশনার ব্যবহার করে থাকেন, তাহলে বেশ কয়েকটি নিয়ম আপনাদের জেনে রাখা প্রয়োজন। না হলে ভবিষ্যতে আপনাদেরও সমূহ বিপদের মধ্যে পড়তে হতে পারে।।

অনেকের মধ্যে হয়তো ধারণা আছে যে, এয়ারকন্ডিশনার কখনোই বিস্ফোরণ হতে পারে না। কারণ এটির আকার খুবই ছোট হয়, আর এটি বিস্ফোরণ করলে সেরকম ক্ষয়ক্ষতি হয়তো হয় না। তবে আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এয়ার কন্ডিশনার ব্লাস্ট করার কারণে একসাথে বহু মানুষের মৃত্যু ঘটেছে। আমেরিকায় একটি এসি ব্লাস্টের ঘটনা ঘটেছিল, যেখানে একসাথে ২৯ জন নিহত হয় এবং প্রায় 200 মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল। তাহলে আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আপনাদের সাথেও কি এমন দুর্ঘটনা ঘটতে পারে? আপনারা যদি বেশ কয়েকটি নিয়ম মেনে চলেন, তাহলে আপনারা এই বিপদ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন।

এয়ারকন্ডিশনারে আগুন লাগার প্রধান একটি কারণ হলো এটি দীর্ঘদিন বন্ধ রাখা। দীর্ঘদিন বন্ধ রাখার কারণে এটিতে ধুলো জমে এবং ঠান্ডা হাওয়ার তুলনায় গরম হওয়া বেশি বেরোয়। তাছাড়া ঘরে তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না। এর ফলে এসির উপরে খুব চাপ পড়ে এবং গরম হয়ে এটিতে আগুন লেগে যেতে পারে।

এসির কাছে কখনোই কোন রকম দাহ্য পদার্থ রাখবেন না। কারণ এটির কারনে আপনার এসিতে যেকোনো সময় আগুন লেগে যেতে পারে। তাছাড়া ঘরে এমন কোন জিনিসই রাখবেন না যেটাতে খুব তাড়াতাড়ি আগুন লেগে ছড়িয়ে যেতে পারে।

আপনার এসিতে কোন নতুন পার্টস বসানোর আগে সেটি পরীক্ষা করে নিন। নকল যন্ত্রাংশ লাগালে দুর্ঘটনা ঘটতে পারে এবং ভবিষ্যতে আপনাদেরকে বিপদের মধ্যে পড়তে হবে। এই জন্য অবশ্যই আসল পার্টস ব্যবহার করুন

এসি কেনার পর মাঝেমধ্যে এটিকে সার্ভিসিং করান। অনেক সময় এসির মধ্যে ধুলো বা ময়লা জমে থাকে। তাছাড়া বিভিন্ন পার্টসের সমস্যা দেখা যেতে পারে। যেগুলির কারণে আপনার এসির উপর চাপ পড়তে পারে। এজন্য অবশ্যই আপনার এসির সার্ভিসিং প্রয়োজন।

Scroll to Top