সাল ২০১৩, প্রেমে থাকুক বা নাই থাকুক এমন সকল মানুষের হৃদয় জয় করে নিল মুর্শিদাবাদ জিয়াগঞ্জের ছেলেটি। সুরের ‘সোনার কাঠি’ ছুঁইয়ে জাগালো ভালোবাসার পৃথিবীতে। সকলের মুখে একটাই নাম, অরিজিৎ সিং! যদিও সুরের জগতে তাঁর হাতে খড়ি আগেই হয়েছিল, কিন্তু এবার যেন তাঁর রাজশাসন বিস্তৃত হল।
১৯৮৭ সালে ২৫ এপ্রিল, জিয়াগঞ্জে জন্মানো অরিজিৎ কিন্তু ভারতের সঙ্গীতের সম্পদ হলেও, বাংলা মায়ের বুকেই তিনি বেশি সাবলীল। সোজা সাপটা জীবন যাপনই তাঁর ‘মুসকুরানে কি ওয়াজা’! কিন্তু সম্প্রতি তাঁরই এক কনসার্ট নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যম জুড়ে। এই প্রথম যেন বিতর্ক দানা বাঁধল অরিজিতের নামের পাশে।
এখন স্বভাবতই আপনাদের কপালেও চিন্তার ভাঁজ যে কি এমন ঘটল, যার জন্য সকলের প্রিয় ‘মুর্শিদাবাদের ছেলেটা’ কিনা চর্চার তালিকায় উঠে এল? আসলে আগামী বছর, অর্থাৎ ২০১৩ এর ১৮ ফেব্রুয়ারি অরিজিতের কনসার্ট আছে কলকাতায়, ইকো পার্কে। অনেকদিন পর কলকাতাবাসীর ‘সুকুন মিলা’র উপক্রম। কিন্তু তা আর হতে চলেছে কই! বাধ সাধল যে টিকিটের চড়া দাম! আর তা দেখেই চোখ কপালে উঠেছে অরিজিৎ-ভক্তদের।
এই কনসার্টের টিকিটের দাম শুরু হয়েছে ১৫০০ থেকে। এবং সর্বোচ্চ দাম ৫০,০০০! আর তাতেই বিষম খেয়েছেন সঙ্গীত প্রেমীরা! সাধারণ মানুষ কিভাবে যাবেন তাঁদের ‘রবতা’র সুরের জাদুতে মোহিত হতে?
শ্রাবণ মাসে এক অরিজিৎ ভক্ত পায়ে হেঁটে দুর থেকে তাঁর ‘আরাধ্য’ অরিজিতের বাড়ি পৌঁছন। কিন্তু এমন ভক্ত যে তাঁর আনাচে কানাচে ভর্তি। তাঁদের পক্ষে সত্যিই যে এত দাম দিয়ে অনুষ্ঠান দেখা অসম্ভব। এই নিয়েই নেট দুনিয়ায় চলছে উচাটন পরিস্থিতি। কোনও নেটিজেন যেমন স্বভাববশত ঘটনার মজা ওড়াচ্ছেন, আবার অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে ভেঙ্গেও পড়েছেন। কারণ অরিজিৎ সকলের আকাঙ্খার গায়ক, তাঁকে দেখতে যেতেও যদি টাকার শ্রেণী বিভাজন চলে আসে, তা শিল্প হিসেবে সত্যিই লজ্জার!