Huawei আন্তর্জাতিক বাজারে লঞ্চ করলো Huawei Nova Y61

বিশ্বের অন্যতম একটি চাইনিজ টেক জয়েন্ট সংস্থা হলো হুয়াউই (Huawei) কোম্পানি। বাজারে এই সংস্থার ফোনগুলির বেশ চাহিদা রয়েছে। সংস্থাটি মাঝে মধ্যেই নতুন নতুন মডেল নিয়ে হাজির হয়। এই সংস্থা আন্তর্জাতিক বাজারে আবারও এক নতুন মডেলের মোবাইল ফোন লঞ্চ (Launch) করল। ফোনটির নাম হুয়াউই নোভা ওয়াই৬১ (Huawei Nova Y61।) কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির ছবি ফিচার এবং স্পেসিফিকেশন (Feature & Specification) সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে  আপনাদের Huawei Nova Y61 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো। চলুন জেনে নিন।

Huawei Nova Y61 এর স্পেসিফিকেশন

১) Huawei Nova Y61 স্মার্টফোনটি ১৬০০x ৭২০ পিক্সেল রেজলিউশন সহ ৬.৫২ ইঞ্চি HD + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে লাগানো রয়েছে। ফোনের স্ক্রিনটি LCD প্যানেল দ্বারা তৈরি করা হয়েছে, যা ৬০Hz রিফ্রেশরেটে কাজ করে। এই স্মার্টফোনটির ওজন ১৮৮ গ্রাম।

২) এই স্মার্টফোনটি EMUI 12 ভার্সান দ্বারা চালিত হবে। অন্যদিকে এই ফোনে লাগানো রয়েছে অক্টা-কোর প্রসেসর। তবে কি চিপসেট লাগানো হয়েছে তা জানা যায়নি। এতে 4G নেটওয়ার্ক পরিষেবা পাবেন, 5G পরিষেবা মিলবে না।

৩) ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে F/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এরসাথে রয়েছে F/2.4 অ্যাপারচার সহ একটি ম্যাক্রো লেন্স এবং LED ফ্ল্যাশ। এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য লাগানো হয়েছে F/2.2 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৪) ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। এটি 22.5 W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। অন্যদিকে ফোনটি ডুয়াল সিম সাপোর্টেড। এর সাথে সিকিউরিটির জন্য স্মার্টফোনের সাইড প্যানেলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন।

Huawei Nova Y61এর দাম

  Huawei Nova Y61 ফোনটি পশ্চিমা দেশগুলিতে ৪ GB র‌্যাম এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৬ GB র‌্যাম সহ লঞ্চ করা হবে। অন্যদিকে ফোনটিতে 64 GB ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট হবে। তবে এই মুহূর্তে ফোনটির দাম (Smartphone Price) প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, Huawei Nova Y61 ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে প্রকাশ করা হবে। যথা Sapphire Blue, Mint Green, এবং Midnight Black।

Scroll to Top