শিকে ছিঁড়ল আয়ুষ্মানের! ‘ড্রিম গার্ল’ নয়, এবার বাঙালির ‘দাদা’ হয়ে ছক্কা হাঁকাবেন অভিনেতা

বিগত তিন বছর যাবৎ বলিউড নায়কদের মধ্যে এক চাপা প্রতিযোগিতা চলছিল। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জীবনী তুলে ধরা হবে পর্দায়, এমনই পরিকল্পনা নিয়ে বেশ সরগরম ছিল সিনে মহল। কে হবেন বড় পর্দায় ‘প্রিন্স অফ ক্যালকাটা’র মুখ, তা নিয়ে ধোঁয়াশার রেস যেন কাটছিল না। টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় থেকে ঋত্বিক রোশন, এমনকী ঋষি-পুত্র রণবীর কাপুরও ছিলেন এই তালিকাভুক্ত। অবশেষে শিকে ছিঁড়ল হালের ‘ড্রিম গার্ল’ আয়ুষ্মান খুরানার ভাগ্যে। বাঙালির ‘দাদা’ ওরফে সৌরভ গাঙ্গুলিকে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব এখন তাঁর কাঁধে।

শেষ হয়েছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। মাস খানেকের মধ্যেই আয়ুষ্মান শুরু করবেন প্রশিক্ষণ। বলিউড হোক বা টলিউড, এর আগে একাধিকবার ক্রীড়া জগতের তারকাদের জীবনী ফুটে উঠেছে বড় পর্দায়। ক্রিকেটারদের মধ্যে ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকার, মুহম্মদ আজহারউদ্দিনের মত ব্যক্তিত্বদের জীবনী চিত্রিত হয়েছে রুপোলি ক্যানভাসে। সেই অর্থে বাদ গেছেন বাংলার, তথা ভারতের অন্যতম গর্ব সৌরভ গাঙ্গুলি। তাঁর জীবনী নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা যদিও নতুন নয়। কিন্তু যথাযথ মানানসই নায়কের অভাবে তা এতদিন পূর্ণতা পাচ্ছিল না।

আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ছবির প্রস্তুতি পর্ব। যদিও ছবির নাম এখনও নির্ধারিত হয়নি। ছবিটির জন্য সৌরভকে প্রায়শই উড়ান দিতে হচ্ছিল মহানগরী মুম্বইয়ের উদ্দেশ্যে। তিনি নিজে তাঁর জীবনের নানা উল্লেখযোগ্য দিক এবং অজানা কাহিনী নির্মাতাদের শুনিয়েছেন। সেই সকল তথ্যই একজোট করে ফুটে উঠবে পর্দায়। যদিও সৌরভ-ঘরনী ডোনা গাঙ্গুলির কাছেও প্রশ্ন করা হয়, পর্দায় সৌরভ হিসেবে তাঁর কাকে পছন্দ! এক সাক্ষাৎকারে বিখ্যাত নৃত্যশিল্পী জানান, অভিনেতা হিসেবে তাঁর অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে পছন্দ হলেও তাঁদের পক্ষে চব্বিশ বছরের সৌরভের জীবনী ফুটিয়ে তোলা সম্ভব নয়। তাই নির্মাতারা যাঁকে ভালো বুঝবেন, তাঁর পক্ষেই থাকবেন ‘মহারাজ’ এর অর্ধাঙ্গিনী।

সৌরভের বায়োপিক নিয়ে ইতিমধ্যেই মুখিয়ে ছিলেন অনুগামীরা। এতদিনে নায়ক ঘোষণা হওয়া রীতিমত উত্তেজিত ভক্তকুল। এখন খালি সময়ের অপেক্ষা! কবে সৌরভ বেশে আয়ুষ্মান অভিষেক ঘটিয়ে, অভিনেতা হিসেবে আরও একটি দুর্দান্ত ইনিংসে সামিল হবেন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *