ভারতে ফিরলো ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম, কারা করতে পারবে ডাউনলোড

BGMI অর্থাৎ ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভারতে ফিরে এল। ডেভেলপার সংস্থা Krafton তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই খবর নিশ্চিত করেছে। প্রসঙ্গত, দেশের নাগরিকদের সম্বন্ধীয় তথ্য গোপন চিনে প্রেরণ করার অভিযোগে গত বছর জুলাই মাসে গেমটিকে ব্যান করা হয়েছিল। এরপর গুগল প্লে স্টোর (Google play store)এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে গেমটিকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে,আপাতত তিন মাসের জন্যই ফিরে আসতে চলেছে গেমটি। খুব শীঘ্রই অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে BGMI ডাউনলোড করতে পারবেন গেমাররা।যারা এই গেমের বিটা টেস্টার ছিল, তারা ইতিমধ্যেই ইনস্টলের লিংক (BGMI Download Link ) পেতে শুরু করেছেন।

তবে স্থায়ীভাবে ফিরতে হলে, Battlegrounds Mobile India গেমকে তিন মাস অর্থাৎ ৯০ দিনের জন্য সরকারের মনিটরিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। শিশুরা বা বিভিন্ন গেমাররা যাতে এই গেমের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত না হয়ে পড়ে, সেই জন্যই সরকারের পক্ষ থেকে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের অ্যানিমেশনে কোনোরকম রক্ত যেন না দেখানো হয়। ফলস্বরূপ রক্তের রঙ লাল থেকে সবুজে পরিবর্তন করতে বাধ্য হয় Krafton।উল্লেখ্য, গত বছর জুলাই মাসে ১০০ মিলিয়ন (১০ কোটি) রেজিস্টার্ড ইউজারের মাইলস্টোন অতিক্রম করেছিল এই গেমটি। সেই বছরেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে ভারতে পুনরায় চালু করার অনুমতি দেওয়ার জন্য ভারতে ক্রাফটনের সিইও সিন হিউনিল শোন, সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভারতীয় গেমিং সম্প্রদায়কে বিগত কয়েক মাসে তাদের সমর্থন করার জন্যও ধন্যবাদ জানিয়েছেন।

নিষিদ্ধ হওয়ার আগে পর্যন্ত এই গেম ছিল ভারতের বাজারে সবচেয়ে বেশি উপার্জনকারী গেমিং অ্যাপ। তাই বিজিএমআই(BGMI)-এর প্রত্যাবর্তন পেশাদার মোবাইল গেমারদের কাছে অত্যন্ত আনন্দের হবে বলে মনে করা হচ্ছে।তবে এই গেমটি কবে ফিরবে এবং কী কী নিয়ম মেনে এটির ব্যবহার করতে হবে সেই বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Scroll to Top