কমনওয়েলথ গেমসে বাঙালির সোনা জয়

কমনওয়েলথভূক্ত দেশগুলির মধ্যে প্রতি চার বছর অন্তর অন্তর কমনওয়েলথ গেমস (Commonwealth Games) অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ গেমস প্রথম শুরু হয়েছিল ১৯৩০সালে। এবছরও ইংল্যান্ডের বার্মিং হামে (Birmingham) গেমটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতের পারফরম্যান্স খুবই প্রশংসনীয়। কমনওয়েলথ গেমস শুরু হয়েছে ২৮শে জুলাই থেকে এবং শেষ হবে আগস্টের ৮ তারিখে। এখনো পর্যন্ত এই গেমে ভারত তিনটি সোনা জিতেছেন। এর মধ্যে রয়েছে এক বাঙালির নাম। ১৭০ কেজি ভারোত্তলন বিভাগে অংশগ্রহণকারী বঙ্গসন্তান অচিন্ত্য শিউলি ভারতের ঝুলিতে আনলেন স্বর্ণপদক। চলুন এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই।

সোনা জিতলেন বঙ্গ সন্তান অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে বঙ্গসন্তান অচিন্ত্য শিউলির (Achinta Sheuli) অভিনব জয়ে গোটা দেশ আজ মুখরিত। ২০ বছর বয়সী অচিন্ত্য শিউলি খুবই নিম্ন মধ্যে পরিবারের সন্তান। তাঁর হাত ধরে কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের ঝুলিতে এল তৃতীয় স্বর্ণ পদক (Gold Medal)। হাওড়া জেলার দেউলপুর গ্রামের ভূমিপুত্র অচিন্ত্য শিউলি। যিনি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে সোনার পদক জয় করেছেন। স্ন্যাচ বিভাগে তিনি ১৪৩ কেজি ওজন তুলেছেন। অন্যদিকে ১৭০ কেজি ওজন তুলেছেন ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে। ১৭০ কেজি ভার তুলে তিনি দেশের হয়ে নতুন ইতিহাস গড়লেন। সব মিলিয়ে কমনওয়েলথ গেমসে অচিন্ত্য শিউলি মোট ৩১৩ কেজি ওজন তুলেছেন। তবে এর আগে তিনি উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত বিশ্ব জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৭৩কেজি বিভাগে রুপোর পদক জয় করেছিলেন।

কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের পারফরম্যান্স কেমন জেনে নিন

কমনওয়েলথ গেমস ২০২২ শুরু হয়েছিল ২৮শে জুলাই থেকে। গেমসের তৃতীয় দিনে স্বর্ণপদকে মুড়লো ভারত। এই গেমসে গত রবিবার দুটি সোনা জিতেছেন ভারত। দুটি জয়ই এসেছে ভারোত্তোলন বিভাগ থেকে। গেমসে অন্যান্য ইভেন্ট যেমন ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন প্রভৃতির পারফরম্যান্সও অত্যন্ত প্রশংসনীয়। ক্রিকেট বিভাগের ভারতীয় মহিলা দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে জয়ের পথে রয়েছে। টেবিল টেনিসে ভারতের পুরুষ দল সেমিফাইনালে পৌঁছে গেছে। বক্সার নিখাত জারিনের শুরুর দিকটি বিশেষ প্রশংসনীয় ছিল। এছাড়া ব্যাডমিন্টন বিভাগেও ভারত পদক জেতার দিকে এগিয়ে রয়েছে।

ভারতের আর কে কে সোনা জিতলেন?

কমনওয়েলথ ২০২২ এখনো পর্যন্ত ভারত তিনটি সোনা জিতেছেন। এছাড়া ভারত দুটি রুপোর পদক এবং একটি ব্রোঞ্জ পদকও জিতেছে। কমনওয়েলথ ২০২২ গেমে ভারত মোট ছয়টি পদক জয় করেছে। এর প্রতিটিই এসেছে ভারোত্তলনে বিভাগ থেকে। স্বর্ণপদক জিতেছেন মীরাবাই চানু((Mirabai Chanu), জেরেমি লালরিনুঙ্গা(Jeremy Lalrinnunga ) এবং অচিন্ত্য শিউল। অপরদিকে রুপোর পদক জয় করেছেন সংকেত মহাদেব সরগর(Sanket Mahadev Sargar) ও বিন্দিয়ারানি দেবী(Bindyarani Devi)। এছাড়াও ৬১ কেজি ওজন বিভাগে গুরুরাজা পূজারি (Gururaja Poojary) ব্রোঞ্জ পদক ভারতকে এনে দিয়েছেন। এই গেমসে বর্তমানে ভারত ছয় নম্বরে রয়েছে।

Scroll to Top