৯০ দশকের জনপ্রিয় ‘করণ অর্জুন'(Karan Arjun) চলচ্চিত্রের ‘মুজকো রানা জি মাফ কারনা'( Mujko Ranaji Maaf Karna) গানটি নিশ্চই শুনেছেন। গানটি সে সময় দারুণ জনিপ্রিয়তা পেয়েছিল। দর্শকের মুখে মুখে শোনা যেত সেই গান।
‘করণ অর্জুন’ ছবিটি ৯০ দশকের সেরা চলচ্চিত্র হিসাবে গন্য করা হয় । এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান(Shahrukh Khan) ও সালমান খান(Salman Khan)। এ ছাড়াও দুই অভিনেত্রী এই ছবিতে কাজ করেছিলেন। শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল কাজলকে(Kajal) এবং সালমান খানের বিপরীতে ছিলেন মমতা কুলকার্নি(Mamta Kulkarni)। ‘করণ অর্জুন’ ছবির জনপ্রিয় গান ‘মুজকো রানা জি মাফ কারনা’ অভিনেত্রী মমতা কুলকার্নির উপর চিত্রায়িত হয়েছিল। ছবিতে তিনি এত সুন্দর নাচ করেছিলেন, যা দেখে দর্শকেরা মুগ্ধ হয়েছিল। অভিনেত্রী মমতা কুলকার্নি এই গানের মধ্যে দিয়ে সকল দর্শকের মন জয় করে নিয়েছিলেন।
৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি
মমতা কুলকার্নি ৯০ দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি অনেকদিন আগেই বলিউড থেকে অবসর নিয়েছেন। তিনি বলিউডের(Bollywood) অনেক ছবিতেই কাজ করেছেন, যেগুলি বলিউডে বাণিজ্যিক ভাবে সফলতা পেয়েছে। ‘আশিক আওয়ারা’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিবীর’, ‘করণ অর্জুন’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘বাজি’, ‘চায়না গেট’, ‘বেকাবু’, এবং ‘ছুপা রুস্তম: আ মিউজিক্যাল থ্রিলার’- এর মতো হিট ছবি তাঁর ঝুলিতে রয়েছে।
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিক আওয়ারা'(Aashiq Awara) ছবির মধ্যে দিয়ে তিনি বলিউডে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁকে দেখার জন্য দর্শক ছুটে যেতে সিনেমা হলে। অভিনেত্রী একসময় নগ্ন ফটোশুট করে পুরো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিলেন। সবাই ভেবেছিল তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকদিন রাজত্ব করবেন। তবে তা হয়নি। ‘কাভি তুম কাভি হাম'(Kabhi Tum Kabhi Hum) চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি অভিনয় জীবন থেকে সরে যান।
কেন তিনি অভিনয় জীবন ছেড়ে দিলেন?
আসলে সে সময় আন্ডারওয়ার্ল্ডের ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীর(Vicky Goswami) সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ে। ফলে তার ক্যারিয়ারের ভাটা আসে। ২০০২ সালে তিনি আন্ডারওয়ার্ল্ডের ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে বিয়ে করেন। তারপরই তিনি সম্পূর্ণ ভাবে বলিউড ত্যাগ করেন। তবে কয়েকদিন আগে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই মামলায় জড়িয়ে থাকা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। বর্তমানে অভিনেত্রী পরিবার নিয়ে কেনিয়াতে(Kenya) বসবাস করছেন।