গত ২৮শে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার, ভারতীয় বিমান বাহিনীর(IAF) দুই পাইলট(Pilot) বিমান দুর্ঘটনায়(plane crash) প্রাণ হারান। দুর্ঘটনায় ঘটেছে বৃহস্পতিবার রাতে, রাজস্থানের বারমেরের(Barmer) নিকট। টুইন-সিটার মিগ -21(Twin Siter Mig 21) নামক প্রশিক্ষক বিনামটিতে এই দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে ওই দিন দুই পাইলট বিমানটির মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছিলেন, প্রশিক্ষণের সময়ই বিধ্বস্ত হয় বিমানটি। মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, টুইন-সিটার মিগ -21 বিমানটি উতারলাই বিমান ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল এবং তারপরই রাত ৯.১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপরই দুই পাইলট প্রাণ হারান। তবে বিমান দুর্ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও অনেকবার বিমান দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে সোভিয়েত-অরিজিন মিগ-21 ১৯৬০ এর দশকের গোড়ায় ২০০টি বিমান দুর্ঘটনায় জড়িত ছিল।
এই বিষয় নিয়ে আইএএফ কি জানালো?
মিডিয়াকে দেওয়া একটি বিবৃতিতে আইএএফ জানিয়েছেন “আইএএফের একটি টুইন সিটার মিগ -21 প্রশিক্ষক বিমানটি আজ সন্ধ্যায় রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল। রাত ৯.১০ নাগাদ, বিমানটি বারমেরের কাছে একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। উভয় পাইলটই মারাত্মক জখম হয়েছেন। আইএএফ প্রাণহানির জন্য গভীরভাবে অনুতপ্ত এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে থাকবো।”
টুইট করে শোক প্রকাশ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং( Rajnath Singh, Minster of Defence Of India) টুইট বার্তা লিখে শোক প্রকাশ করেছেন। তিনি এই বিষয়টি নিয়ে এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর(Marshal V R Chaudhari, Air Chife) সঙ্গে যোগাযোগ করেছেন।রাজনাথ সিং টুইট করে লিখেছেন, “রাজস্থানের বারমেরের কাছে আইএএফ-এর মিগ -21 প্রশিক্ষক বিমানের একটি দুর্ঘটনার কারণে দুটি বিমান যোদ্ধার ক্ষতির কারণে গভীরভাবে মর্মাহত।” তিনি আরো লিখেছেন, “জাতির প্রতি তাদের সেবা কখনই ভোলা যাবে না। দুঃখের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আমার ভাবনা।”
মৃত দুই পাইলট হলেন উইং কমান্ডার এম রানা এবং ফ্লাইট লেফটেন্যান্ট অদ্বিতিয়া বল। কি কারনে এই বিমান দুর্ঘটনাটি ঘটলো তার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘ দিন ধরে আইএ এফের প্রধান ভিত্তি ছিল মিগ-21। তবে নিরাপত্তার দিকথেকে বিমানটির রেকর্ড ছিল খুবই খারাপ। গত মার্চ মাসে, রাজ্যসভার বৈঠকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বলেছিলেন, “গত পাঁচ বছরে তিনটি পরিষেবার বিমান এবং হেলিকপ্টার জড়িত দুর্ঘটনায় ৪২ জন প্রতিরক্ষা কর্মী নিহত হয়েছে।” গত পাঁচ বছরে ভারতে মোট বিমান দুর্ঘটনার(Plane Crash) সংখ্যা ছিল ৪৫টি, যার মধ্যে ২৯ টি আইএ এফের সঙ্গে যুক্ত।