Whatsapp, Facebook এবং Instagram এর পাশাপাশি অন্যতম একটি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হল টেলিগ্রাম। বর্তমানে ভারতের বহু গ্রাহক টেলিগ্রামের ব্যবহার করে থাকেন। মূলত সিনেমা ডাউনলোড করার জন্য এবং মেসেজ করার জন্য এই অ্যাপটি ব্যবহার করা হয়। সেই জন্য বর্তমানে বহু মানুষের ফোনে এই অ্যাপটি ইনস্টল করা রয়েছে। তবে ইদানিং টেলিগ্রাম নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট জমা পড়েছে থানায়, যেখানে জানায গিয়েছে গ্রাহকদের কাছ থেকে টেলিগ্রামে প্রতারণা করে কয়েক কোটি টাকা লুট করে নেওয়া হয়েছে।
সম্প্রতি টেলিগ্রামের মাধ্যমে পাতা প্রতারণার ফাঁদের সন্ধান পেয়েছে পুলিশ। গত সোমবার বিধান নগর পুলিশ কমিশনারেটের তরফে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। দেখা যায় অনেক সময় টেলিগ্রামে চাকরি বা উপার্জনের লোভ দেখিয়ে বিভিন্ন লিংকে ক্লিক করতে বলা হয়। আর সেই লিংকে ক্লিক করলেই আপনার ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাংক একাউন্টের তথ্য, সবই চলে যাবে হ্যাকারদের হাতে। এই বিষয়ে বিধান নগর পুলিশ কমিশনার পক্ষ থেকে একগুচ্ছ সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিধান নগর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই বছর টেলিগ্রাম থেকে প্রতারণার ২৫ টি অভিযোগ থানায় জমা পড়েছে। গত সপ্তাতেই জমা পড়েছে পাঁচটি অভিযোগ। প্রায় ৪ কোটি ২৪ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে যার মধ্যে এখনো পর্যন্ত ৩ কোটি ৩১ লক্ষ টাকা ফ্রিজ করে দিয়েছে পুলিশ।
বিধান নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোনরকম মিথ্যে প্রতিশ্রুতি থেকে বিরত থাকতে হবে। টেলিগ্রামে কোন বিনিয়োগ বা আয় করার স্কিম নেই।
অজানা নম্বর থেকে পাঠানো কোন মেসেজের উত্তর না দেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে করে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যায়।
অচেনা কোন নম্বর থেকে যদি কোন টেলিগ্রাম গ্রুপে এড করা হয়, তাহলে সেই গ্রুপ থেকে যত সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে।
অনেক সময় টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ এবং চ্যানেলের পক্ষ থেকে অবিশ্বাস্য রকম লাভ করার অফার দেওয়া হয়। এই প্রতারণার ফাঁদে পা দিতে বারণ করা হয়েছে এর আগেও অনেকবার।