Disappearing মেসেজ নিয়ে বড়সড় পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে। আগেই সাবধান হন।

বর্তমানে ভারতে চালু থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হল whatsapp । বর্তমানে হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন (Application) যা ব্যবহারকারীদের পাঠ্য বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে, ফটো এবং ভিডিওর মতো মিডিয়া শেয়ার করতে এবং গ্রুপ চ্যাট তৈরি করতে এবং সেখানে অংশগ্রহণ করতে দেয়। ভারতের কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, যোগাযোগ, কলিং ইত্যাদি বহু ক্ষেত্রে whatsapp অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।

গ্রাহকদের মন পেতে কিছুদিন পরপরই নতুন অসাধারণ সব ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কোম্পানি। এবার Disappearing মেসেজ এর সময় নিয়ে কাজ করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

অনেকেই চান না তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট দীর্ঘদিন ধরে মোবাইলে থাকুক। এজন্য গ্রাহকরা whatsapp চ্যাট ডিলিট করার জন্য অটোমেটিক টাইম সেট করে রাখতে পারেন। যেখানে গ্রাহকদের কারো সাথে চ্যাট নির্দিষ্ট একটি সময় পর নিজে থেকেই ডিলিট হয়ে যায় এবং সেগুলি রিকভার করার কোন রকম অপশন আর পাওয়া যায় না।

বর্তমানে ডিসার্পেয়ারিং মেসেজের চারটি অপশন রয়েছে ফেসবুকে। ২৪ ঘন্টা, ৭ দিন, ৯০ দিন এবং পার্মানেন্ট অফ করার একটি অপশন। তবে whatsapp এর একটি ব্লগ থেকে জানানো গিয়েছে যে হোয়াটসঅ্যাপ এবার থেকে আরো 15 টি নতুন টাইমিং নিয়ে কাজ শুরু করছে Disappearing মেসেজ এর ক্ষেত্রে।

এবার থেকে গ্রাহকেরা আরো বেশ কয়েকটি নতুন টাইমিং পেতে চলেছেন Disappearing মেসেজে। WABetaInfo নামের হোয়াটসঅ্যাপ ট্র্যাকার এর পক্ষ থেকে জানানো গিয়েছে যে নতুন ১৫ টি সময়ের তালিকা হলো: এক ঘন্টা, তিন ঘন্টা, ছয় ঘন্টা, ১২ ঘন্টা, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, ১৪ দিন , ২১ দিন, ৩০ দিন, ৭ দিন, ১৮০ দিন।

আশা করা যাচ্ছে যে অধিকাংশ গ্রাহক হোয়াটসঅ্যাপের এই নতুন disappearing টাইম আসার ফলে অনেকটাই উপকৃত হবেন আগের তুলনায়।

Scroll to Top