গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল কার্গিল যুদ্ধের শহীদ বিক্রম বাত্রার আত্মজীবনী ‘শের শাহ’। অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। শোনা যায় পর্দার রসায়ন থেকে একেবারে বাস্তবে তাঁরা একে অপরকে মন দিয়ে বসেন। সেই থেকে তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই।
সম্প্রতি একটি সর্ব ভারতীয় মাধ্যমের রিয়ালিটি শো, ‘ঝলক দিক লাজা’র দশ নম্বর মরশুমের মঞ্চে অতিথি বিচারক হিসেবে উপস্থিত হন সিদ্ধার্থ। সেখানে উপস্থিত ছিলেন করণ জোহরও। বলা বাহুল্য, তাঁর হাত ধরেই সিদ্ধার্থের রুপোলি পর্দায় হাতে খড়ি হয়। তাই দুজনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। অনুষ্ঠান চলাকালীন করণ সিদ্ধার্থকে প্রশ্ন করে বসেন কিয়ারাকে নিয়ে। যদিও সরাসরি করেননি। ‘শের শাহ’র একটি মন ছোঁয়া গান ‘রাতে লম্বিয়া’র প্রসঙ্গ উত্থাপন করে করণ সিদ্ধার্থকে জিজ্ঞেস করে বসেন, সম্প্রতি সিদ্ধার্থের রাত দীর্ঘ হয়ে ওঠার কারণ কি? অর্থাৎ মানুষ প্রেমে পড়লে যে রাতও দীর্ঘ হয়ে ওঠে, সে কথা নতুন করে বলার নেই। সেই সূত্রেই করণ তাঁর রসিকতার প্রশ্নবাণে বিঁধলেন ‘শের শাহ’ কে।
করণের প্রশ্নের উত্তরে কিন্তু ‘শের শাহ’ও ‘শের’ অর্থাৎ বাঘের মতই উত্তর দিয়েছেন। আরও একটি সেই ছবির গান ‘রাঁঝা’ কে মনে করেই বলেছেন যে তিনি এখন রাঁঝা, অর্থাৎ প্রেমিক হয়ে উঠেছেন।
কানাঘুষো শোনা যাচ্ছে এই যুগল আসন্ন এপ্রিলে সাত পাকে বাঁধা পড়তে পারেন। সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু না বললেও, কেউ সংকোচ বোধও করেননি। বরাবরই নিজেদের খুব ভালো বন্ধুর পরিচয় দিয়ে আসছেন এই জুটি।