বড় সাইজের ফাইল শেয়ার করতে পারছেন না? এই অ্যাপগুলোর সাহায্য নিতে পারেন।

WeTransfer অ্যাপটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে বড় ফাইল শেয়ার করার জন্য সাধারণত এই অ্যাপটি ব্যবহার করা হতো। তবে এই অ্যাপটি Ban হবার পরে সমস্যার মধ্যে পড়তে হয়েছে গ্রাহকদের। তবে চিন্তার কিছুই নেই, কারণ একটি অ্যাপ Ban হলেও আরো অনেক অপশন রয়েছে বড় ফাইল শেয়ার করার জন্য। বড় ফাইল শেয়ার করার জন্য নিরাপদ এবং অত্যন্ত দ্রুত কাজ করে।

উই ট্রান্সফার অ্যাপটি ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হলেও আপনারা ভিপিএন ব্যবহার করে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। এখানে বিনামূল্যে 2 জিবি পর্যন্ত ফাইল পাঠানো যায় কারো কাছে।

বড় ফাইল শেয়ার করা যায় এমন কয়েকটি অ্যাপ হল ১) Smash,

২) Google Drive,

৩) Dropbox,

৪) OneDrive,

৫) Send Anywhere,

৬) Firefox Send,

৭) Terashare,

8) Icedrive

৯) Hightail,

১০) Surge Send

সব থেকে নিরাপদ ফাইল ট্রান্সফার অ্যাপ হিসেবে গুগল ড্রাইভ সেরা। এটি একটি ক্লাউড ভিত্তিক স্টোরেজ পরিষেবা, এখানে গ্রাহকরা বিনামূল্যে অনলাইনে যে কোন ফাইল সেভ করে রাখতে পারেন এবং লিংক এর মাধ্যমে ফাইল বা ফোল্ডার অন্য ব্যক্তির কাছে শেয়ার করতে পারবেন।

অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে বড় ফাইল শেয়ার করার জন্য আরও একটি ভালো এপ্লিকেশন হলো স্ম্যাশ। কোনরকম ঝামেলা ছাড়া এখানে আপনারা যে কোন বড় ফাইলকে অন্য কোন ব্যক্তির সাথে শেয়ার করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপলোড করার পর সেটির লিংক দ্বিতীয় ব্যক্তির কাছে পাঠালে তিনি সেই লিংক থেকে বড় ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন।

One Drive সফটওয়্যার সাধারণত কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে। এটি windows এর সাথে যুক্ত থাকে যেটি সরাসরি অটোমেটিক ডাউনলোড হয়ে যায় উইন্ডোজে। এখান থেকেও আপনারা বড় কোন ফাইল দ্বিতীয় কোন ব্যক্তির সাথে শেয়ার করতে পারবেন। গুগল ড্রাইভ এর মত এটিও একটি ক্লাউড ভিত্তিক পরিষেবা।

এর আগে ভারতের জাতীয় সুরক্ষার জন্য টেলিকম সংস্থার পক্ষ থেকে উই ট্রান্সফার অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল। তবে এখনো এই অ্যাপ্লিকেশনটি play store এবং google এ উপলব্ধ রয়েছে আপনারা চাইলে এটি ডাউনলোড করে সহজেই ব্যবহার করতে পারবেন।

Scroll to Top