২০২১ সালের ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার (Capitol Hill Attack) পর যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের (Donal Trump) টুইটার অ্যাকাউন্ট (Twitter Account) বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে টুইটারের মালিকানা এলন মাস্কের (Elon Musk) হাতে হস্তান্তরিত হওয়ার পর এক নতুন সিন্ধান্ত নেওয়া হলো। আবার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে আনা হবে (Donald Trump’s Twitter Account Reinstated)। আজকের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত জানাবো। চলুন জেনে নিন। টুইটারে ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল নিয়ে গত শনিবার এক জরিপ চালান ইলন মাস্ক। এরপরই অ্যাকাউন্ট পুনর্বহাল করার কথা জানান তিনি। তিনি বলেন বেশির ভাগ জনগণ ট্রাম্পের টুইটার খোলার সমর্থনে রায় দিয়েছে। এর ভিত্তিতেই এই সিন্ধান্ত। ইলন মাস্ক গতকাল একটি টুইট করে লেখেন, ‘জনগণের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর।’ তবে এই ভোটের ব্যবধান খুব কম। প্রায় ৫১.৮ % মানুষ পক্ষে ভোট দেন এবং বিপক্ষে ভোট পরে ৪৮.২%। গতকাল লাস ভেগাস থেকে একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প। সেই ভিডিওটিতে ট্রাম্প ইলন মাস্কের এই পদক্ষেপকে স্বাগত জানান। ইলন মাস্ক সম্পর্কে ট্রাম্প ভিডিওতে জানান যে, ‘আমি তাঁকে পছন্দ করি, আপনারা জানেন, মাস্ক এক চরিত্র বটে, আমি এমন মানুষদের পছন্দ করি।’ তবে তিনি টুইটারে ফিরে আসার কথা এখনই ভাবছেন না। ইলন মাস্কের পর ট্রাম্পের বেশ কিছু রাজনৈতিক বন্ধু ট্রাম্পকে স্বাগত জানান।
তবু ডোনাল ট্রাম্প টুইটারে ফেরার কথা প্রত্যাখ্যান করেন। তিনি জানান এই মুহূর্তে তারকাছে রয়েছে ট্রুথ সোশ্যাল (Truth Social)। তাই এখন টুইটারে ফিরে আসার কোনো কথাই তিনি ভাবছেন না। প্রসঙ্গত, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে মোট ৮ কোটি ৮০ লাখের বেশি ব্যাবহারকারী ছিল। তারপরই বাতিল হয় এটি। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ট্রাম্প টুইটারকে মুখপাত্র হিসাবে ব্যাবহার করতো।