Full form of QR code: QR কোডের পুরো নাম এবং অর্থ জানেন? না জেনে থাকলে জেনে নিন আজই।

বর্তমানে অনলাইনে টাকা আদান প্রদান করার জন্য প্রায় সকলেই এখন QR কোড ব্যবহার করে থাকেন। বিশেষত কোনো দোকানে টাকা দেবার সময়। কিন্তু জানেন কি যে এই QR কোডের পুরো নাম বা অর্থ কি? আসুন জানা যাক।

১৯৯০ সালের গোড়ার দিক থেকে বারকোড স্ক্যান করার বিষয়টি বৃদ্ধি পেতে থাকে৷ কিন্তু বারকোডের ক্ষেত্রে দেখা যায়, এটি কেবলমাত্র ২০টি ক্যারেক্টারের ভাষা প্রকাশ করতে পারে৷ এর পরেই এই বিষয়ে গবেষণার জন্য আসেন জাপানের ইঞ্জিনিয়ার হারা মাশাহিরো৷ হারা গবেষণায় তৈরি করেন একটি 2ডি Square Barcode! সেখানে এই লিমিডেট ডেটা ক্যাপাসিটি বাড়াতে কাজ করা হয়৷ কিন্তু তিনি যখন নতুন বারকোড তৈরি করেন, তখন দেখা যায় নতুন বারকোডের স্ক্যানার কাজ করতে পারছে না৷

তার পর গবেষণা করতে করতে হঠাৎই একদিন রাস্তায় যখন হাঁটছিলেন তখন ওই স্কোয়্যার বারকোডের একটি ভাষাগত রাস্তা খুঁজে বার করেন৷ সেই কারণে প্রতিটি QR কোডের পাশে একটি ছোট কালো স্কোয়্যার দেখতে পাওয়া যায়৷ সেটি দিয়েই আসলে QR কোড স্ক্যানারে ধরা পড়ে৷

তাহলে QR কোডের পুরো নাম কি? QR কোডের পুরো নাম হলো- Quick Response Code অর্থাৎ দ্রুত কোনও পেমেন্টের জন্য এটিকে ব্যবহার করা হয়৷ এটির মাধ্যমে অনলাইনে লেনদেনও করা যায়৷

বর্তমানে এই পদ্ধতিতে টাকা আদান প্রদানের সংখ্যা বহুল বৃদ্ধি পেয়েছে ও আগামী দিনে আরো বৃদ্ধি পাবে।

Scroll to Top