বিমান ভ্রমণকারীদের জন্য সুখবর, কম দামে প্লেনের টিকিট পাবার উপায় জানালো গুগল।

কোথাও বেড়াতে যাওয়া থেকে শুরু করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য আমরা ট্রান্সপোর্ট এর মাধ্যম হিসেবে প্লেন এবং ট্রেন ব্যবহার করে থাকি। যে সমস্ত ব্যক্তিরা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান, তাদের একমাত্র ভরসা হলো প্লেন। বিমান করে খুব সহজেই একদম অল্প সময়ের মধ্যে খুব দূরবর্তী স্থানে পৌঁছে যাওয়া যায়। তবে প্লেনে উঠতে গেলে কাটতে হয় মোটা টাকার টিকিট। তবে এই টিকিট যাতে আপনি সস্তায় কিনতে পারেন তার জন্য নতুন ফিচার আনলো গুগল ফ্লাইটস।

বিমানের টিকিট কাটার সময় বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কুপন এবং অফার এপ্লাই করে টিকিট কাটলে কিছু টাকা সাশ্রয় করা যায়। তবে এই সাশ্রয় সকল মানুষ গ্রহণ করতে পারেন না। তাছাড়া বিভিন্ন আলাদা আলাদা ব্যাংকের কার্ডে অফার থাকে, যেগুলিও সবার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তবে গুগলের নতুন এই ফিচারে সমস্ত শ্রেণীর মানুষেরাই সস্তায় টিকিট কাটার সুযোগ পাবেন।

কিভাবে পাবেন এই সুবিধা, দেখে নিন বিস্তারিত।

গুগল ফ্লাইটস:

প্রথমে গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে Google Flights। এখানে একটি সময় কালের অপশন দেখাবে। এই সময়ের মধ্যে টিকিট বুক করলে অনেক কম দামে টিকিট পাওয়া যাবে।

গন্তব্য সিলেক্ট করার পরে স্ক্রিনের নিচে একটি সাজেস্টেড অপশন থাকবে, সেখান থেকেই জানতে পারবেন কোন সময় টিকিটের দাম সবথেকে কম। google জানিয়েছে কোন জায়গায় ভ্রমনের অন্তত দু’মাস আগে টিকিট কাটলে টিকিটের দাম অত্যন্ত সস্তা পড়বে। এছাড়া দাম কমার জন্য আপনি অপেক্ষা করতে পারেন।

প্রাইস ট্র্যাকিং:

Tracked Flight Prices নামের একটি অপশন আছে গুগল ফ্লাইটসে। সেখানে রুট সিলেক্ট করার পর ওই রুটের বিমানগুলির টিকিটের দাম সঠিকভাবে ট্রাক করার জন্য আপনারা ইমেইল নোটিফিকেশন অন করতে পারেন। টিকিটের দাম কমে গেলে গুগল আপনাকে ইমেইলে একটি নোটিফিকেশন পাঠাবে।

গুগলের তরফ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট একটি প্লেন এয়ারপোর্ট ছাড়ার আগে পর্যন্ত তারা বিভিন্ন সময়ে প্রতিদিনই প্রাইস ট্র্যাক করবে। টিকিট কাটার পর যদি কোন কারনে টিকিটের দাম কমে যায়, তাহলে আপনাকে সেই টাকা গুগল পের মাধ্যমে ফেরত দিয়ে দেওয়া হবে।

Scroll to Top