দেশের প্রতিটি গ্রামে পৌঁছাবে হাইস্পিড ব্রডব্যান্ড,
এবার আসছে “ভারত নেট”।

এখনকার দিনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া বর্তমানে দুনিয়া প্রায় একপ্রকার অচল বললেই চলে। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, শিল্প, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা সহ বহু কাজে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইন্টারনেট।

জানা গিয়েছে ভারত নেট প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকারের অধীনে প্রায় ১.৩৯ লক্ষ কোটি টাকা খরচের মাধ্যমে দেশের সমস্ত গ্রামে হাই স্পিড ব্রডব্যান্ড এর ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে দেশের ৬.৪ লক্ষ গ্রামের জন্য হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটির পরিকল্পনা অনুমোদন করেছে কেন্দ্র। আগামী আড়াই বছরের মধ্যে দেশের প্রায় ৬ লক্ষ ৪০ হাজার গ্রামকে ভারত নেট প্রকল্পের মাধ্যমে যুক্ত করা হবে। বর্তমানে দেশের প্রায় ১ লক্ষ ৯৪ হাজার গ্রাম ভারত নেট প্রকল্পের অধীনে সংযুক্ত রয়েছে।

গত শুক্রবার মন্ত্রিসভার একটি বৈঠকে দেশের সমস্ত গ্রামের বাড়িতে অপটিক্যাল ফাইবার বেসড ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়ার জন্য প্রায় এক লক্ষ 39 হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিঃ এর সাথে যুক্ত হয়ে এই মিশনটি সফল করা হবে। ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিঃ বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের একটি শাখা।

এই সংস্থাটি গ্রাহকদের বাড়িতে সংযোগ দেওয়ার জন্য অতিরিক্ত ফাইবার এবং বিভিন্ন সরঞ্জামের সরবরাহ করবে। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের নেটওয়ার্ক বজায় রাখার দায়িত্বও দেওয়া হয়েছে।

ভারত নেট প্রকল্পটি প্রাথমিকভাবে চারটি জেলার গ্রামগুলিকে সংযুক্ত করে চালানো হয়। পরবর্তীকালে তা প্রসারিত হয় 60000 গ্রামে। বর্তমানে ভারতের প্রায় দুই লক্ষ গ্রামে রয়েছে ভারত নেট পরিষেবা।

ভারতের প্রকল্পে কোন পরিবার যদি ৪০০ টাকা প্ল্যানের সাবস্ক্রিপশন নেয়, তাহলে ২০০ টাকা পাবে উদ্যোক্তারা। আবার এই প্রকল্পের মাধ্যমে প্রায় আড়াই লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

গ্রামাঞ্চলের দিকে ইন্টারনেট না থাকার জন্য তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে থাকে। এছাড়া ইন্টারনেটের সঠিক ব্যবহারের কারণে মানুষ আরো দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে। এসব কথা মাথায় রেখে গ্রামের ওই মানুষের জন্য ইন্টারনেটের সুবিধা দিতেই লঞ্চ করা হয়েছে ভারত নেট ইন্টারনেট পরিষেবা।

Scroll to Top