Instagram অটোফলোয়ার, অটো ভিউজ সার্ভিস কতটা বাস্তব? পার্মানেন্ট থাকে?

যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি মাধ্যম হলো INSTAGRAM।দেশের বড় বড় সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, অনেকেই ব্যবহার করেন ইন্সটাগ্রাম অ্যাপটি। এখানে নিয়মিত ছবি, ভিডিও, রিল ইত্যাদি শেয়ার করা যায়। তাছাড়া ফেসবুকের মতো স্টোরিও দেওয়া যায়। রাতারাতি এক একটি পোস্ট কয়েক হাজার থেকে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। INSTAGRAM এর মাধ্যমে জনপ্রিয় হওয়া যায় খুব তাড়াতাড়ি।

তবে আপনারা হয়তো জানেন না যে এমন অনেক সার্ভিস রয়েছে , যেখানে আপনারা আপনাদের instagram এর ফলোয়ার সংখ্যা, কোন পোস্টে লাইক – কমেন্ট সংখ্যা, এবং কোন ভিডিওতে ভিউজ সংখ্যা কয়েক মুহূর্তের মধ্যে বাড়িয়ে নিতে পারবেন।

এমন অনেক সার্ভিস রয়েছে যারা আপনাকে বিনামূল্যেই এই কাজগুলি করার সুযোগ দেবে আবার বেশ কিছু সার্ভিস রয়েছে যেখানে আপনাকে সামান্য কিছু টাকা খরচ করলে আপনার পছন্দমত সার্ভিস যেমন ফলোয়ার, লাইক, কমেন্ট ইত্যাদি দেওয়া হবে।

বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা মাত্র 10 টাকার বিনিময়ে দশ হাজার ফলোয়ার পেতে পারেন ইনস্টাগ্রামে। আবার মাত্র ৪০ টাকা খরচ করলে পাঁচ হাজার থেকে দশ হাজার লাইক পেতে পারেন কোন ভিডিও বা পোস্টে।

এতদিন পর্যন্ত পুরো বিষয়টি ছিল টেম্পোরারি। অর্থাৎ আপনি যদি কোন অটো সার্ভিস গ্রহণ করেন, সেটি আপনার প্রোফাইল থেকে কিছুদিন পর কমতে শুরু করবে। অর্থাৎ আজকে ধরুন আপনার ১০০ জন ফলোয়ার আছে, আপনি কোন অটো সার্ভিস থেকে মোট এক হাজার ফলোয়ার নিলেন, বর্তমানে আপনার ফলোয়ার হল 1100 জন। তবে ভবিষ্যতে এই সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে এবং কমে 500 বা 600 তে গিয়ে থামবে।

তবে বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট বেরিয়েছে তারা পার্মানেন্ট ফলোয়ার বা অন্যান্য পার্মানেন্ট সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এছাড়া কোন ভিডিওতে ভিউ যদি আপনারা অটো সার্ভিস এর মাধ্যমে বাড়ান সেটা আর কখনোই কমবে না। তবে কতটা পার্মানেন্ট তা নিয়ে গ্রাহকদের মধ্যে সন্দেহ থাকলেও খুব একটা কমে যায় না বর্তমানে।

এই ওয়েবসাইটগুলি সাধারণত বিপুল সংখ্যক গ্রাহকদের ডাটাবেজ নিয়ে কাজ করে। বিপুল সংখ্যায় গ্রাহকদের ডাটাবেজ তাদের কাছে থাকে এবং সেগুলি থেকেই ক্লায়েন্টদেরকে বিনামূল্যে বা টাকার বিনিময়ে ফলোয়ার, লাইক, কমেন্ট ইত্যাদি দেওয়া হয়।

Scroll to Top