WhatsApp-এ হঠাৎ করে ইন্টারন্যাশনাল কল আসছে? কড়া পদক্ষেপ নিল সংস্থা।

বর্তমানে ভারতে চালু থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হল whatsapp । বর্তমানে হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন (Application) যা ব্যবহারকারীদের পাঠ্য বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে, ফটো এবং ভিডিওর মতো মিডিয়া শেয়ার করতে এবং গ্রুপ চ্যাট তৈরি করতে এবং সেখানে অংশগ্রহণ করতে দেয়। ভারতের কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, যোগাযোগ, কলিং ইত্যাদি বহু ক্ষেত্রে whatsapp অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি নতুন প্রতারণা চক্র শুরু হয়েছে। অনেক গ্রাহকদের হোয়াটসঅ্যাপ এ বাইরের বিভিন্ন দেশের থেকে কল আসছে।ইন্দোনেশিয়া (+62), মালয়েশিয়া (+60), ইথিওপিয়া (+251),, ভিয়েতনাম (+84), কেনিয়া (+254) ইত্যাদি দেশের থেকে কলগুলি আসছে।

হআপনি যদি হোয়াটসঅ্যাপে এমন কোন কল পান, তাহলে তা রিসিভ না করাই ভালো। পাশাপাশি নম্বরটি ব্লক করতে পারেন।

আন্তর্জাতিক এই ফোন নম্বর থেকে কল করে ভারতে জালিয়াতি আটকানোর সরকারি হস্তক্ষেপের পরেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মেটা। তারা জানিয়েছে ‘এআই’ এবং মেশিন লার্নিং ‘এমএল’ প্রযুক্তির সাহায্যে আন্তর্জাতিক নম্বরের মাধ্যমে হওয়া জালিয়াতির মোকাবিলা করা সম্ভব।

ভারতে হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৮ কোটি ৭০ লক্ষ। সকলের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেটা এর পক্ষ থেকে।

সংস্থার তরফেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে গ্রাহকদের নম্বরটিগুলি ব্লক করে রিপোর্ট করারও পরামর্শ দেওয়া হয়েছে।

মেটার একজন মুখপাত্র জানিয়েছেন যে “নতুন এই ব্যবস্থায় ভুয়ো কলিং অন্ততপক্ষে ৫০ শতাংশ কমে আসবে।” কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, “এই ধরনের ভুয়ো ফোন এবং জালিয়াতি রুখতে সংস্থাকে নোটিস পাঠাবে মন্ত্রক।”

আপাতত এমন কোনো কল যদি আপনি পেয়ে থাকেন, ভুলেও রিসিভ করবেন না। পারলে ব্লক করুন এবং রিপোর্ট করে দিন। আগামী দিনে হয়তো এই সমস্যার মধ্যে পড়তে হবে না গ্রাহকদের।

Scroll to Top