মোবাইলের দামে সস্তায় ল্যাপটপ আনলো Jio, দাম শুনলেই কিনে ফেলবেন আপনারা!

বর্তমানে ভারতের টেলিকম সংস্থা গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় টেলিকম সংস্থা হল জিও। বর্তমানে দেশের কয়েক কোটি গ্রাহক জিও এর সিম ব্যবহার করে থাকেন। তাছাড়া জিও এর আরও বহু প্রোডাক্ট আছে, যেগুলি কোটি কোটি মানুষ ব্যবহার করে থাকেন। গ্রাহকদের মন রাখার জন্য মাঝেমধ্যেই রিচার্জের ক্ষেত্রে নানা রকম সাশ্রয়ী অফার লঞ্চ করে থাকে জিও। তবে এবারে জিও যা করেছে তা শুনে আপনারা অবাক হবেনই।

মোবাইলের দামে ল্যাপটপ এনেছে জিও। বর্তমানে নতুন একটি 4G বা 5G ফোন কিনতে গেলেও এর থেকে বেশি খরচ হয়ে যায় আমাদের।

মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় সস্তার ল্যাপটপ আনছে জিও সংস্থা। এই ল্যাপটপের যে ফিচার গুলি থাকছে সেই ফিচারসগুলিও ফাটাফাটি। বাজারে উপলব্ধ হলেও এখনই আপনারা কিনতে পারবেন না এই ল্যাপটপটি। এর জন্য আপনাদের কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই ল্যাপটপের নাম দেওয়া হয়েছে জিও বুক – JioBook’। যা জিও অপারেটিং সিস্টেমের (JioOS) মাধ্যমে চলবে বলে জানানো হয়েছে।

এতে আছে অপারেটিং সিস্টেম JioOS। 4G-LTE এবং ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই (Dual-Band WiFi) রয়েছে। আছে ৭৫-র বেশি কি-বোর্ড শর্টকাট,ওয়্যারলেস প্রিন্টিং, স্ক্রিন এক্সটেনশন এবং মাল্টি-টাস্কিং স্ক্রিন।

এই ল্যাপটপটি থাকলে আপনারা জিও টিভি অ্যাপের সাহায্যে ভিডিও দেখতে পারবেন। তাছাড়া জিও ক্লাউড গেমস এর মাধ্যমে বিভিন্ন ধরনের গেম খেলার সুযোগ পাবেন।

ল্যাপটপের ওজন ৯৯০ গ্রাম। ২.০ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর আছে। চার জিবি LPDDR4 RAM এবং ৬৪ জিবি স্টোরেজ ক্যাপাসিটি আছে। স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

রিলায়েন্স জিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 5 আগস্ট তারিখ থেকে এই ল্যাপটপটি অনলাইন এবং অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন। অনলাইনে প্রথমে আমাজনের মাধ্যমে উপলব্ধ হতে পারে এই ল্যাপটপটি।

Scroll to Top