• Please enable News ticker from the theme option Panel to display Post

মোবাইলে রেখে দিন এই ৬টি অ্যাপ। বাড়ি বসেই এত টাকা ইনকাম করবেন, ভাবতে পারছেন না।

মোবাইলে রেখে দিন এই ৬টি অ্যাপ। বাড়ি বসেই এত টাকা ইনকাম করবেন, ভাবতে পারছেন না।

এখনকার যুগে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। দিনের অধিকাংশ সময়টাই আমরা স্মার্টফোনে বিভিন্ন রকম ভিডিও দেখে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নষ্ট করে থাকি। তবে আমরা যদি মোবাইল অর্থাৎ স্মার্টফোন সঠিকভাবে ব্যবহার করি তাহলে স্মার্টফোনের সাহায্যে আমরা অনেক টাকা উপার্জন করতে পারব।

আজকে আপনাদের জানানো হবে এমন ৬টি অ্যাপ্লিকেশন এর ব্যাপারে, যেগুলি আপনাকে বাড়িতে থেকেই টাকা ইনকাম করার সুযোগ দেবে এবং এত টাকা আপনি ইনকাম করবেন যে আপনার হাত খরচের জন্য পরিবারের কাছে হাত পাতার আর প্রয়োজন পড়বে না।

Foap:

আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে এই অ্যাপটি আপনাকে আপনার ছবি তোলার জন্য টাকা দেবে। প্রত্যেকটি ছবি পিছু আপনারা ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

প্রথমে এই অ্যাপে আপনাকে রেজিস্টার করতে হবে। তারপর আপনার ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড করতে হবে। যদি কোন গ্রাহক আপনার এই ছবি কেনার জন্য আপনাকে প্রস্তাব দেন তাহলে আপনাকে টাকা পাঠাবে, তার পরিবর্তে আপনি তাকে ছবিটি দেবেন। এইভাবে আপনি ঘরে বসে অনেক টাকা উপার্জন করতে পারবেন।

Yumchek:

আপনি যখন কোন রেস্তোরাতে খাবার খাচ্ছেন, সেখানকার বিল এখানে আপলোড করলে ৫ টাকা করে আপনার ওয়ালেটে ক্রেডিট করা হবে। এছাড়া আপনার নিকটবর্তী কোন কোন রেস্টুরেন্ট রয়েছে সেগুলি আপনি এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।

Slidejoy:

মোবাইলের লক স্ক্রীনে বিভিন্ন রকম বিজ্ঞাপন আসবে এবং সেটি স্লাইড করে দিলেই কনটেন্ট শো করবে। এভাবে বিজ্ঞাপন দেখার মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন। 15 দিন পর পর পেপাল একাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে নিজের একাউন্টে নিতে পারবেন।

Keettoo:

মোবাইলের কিবোর্ড এ কিছু বিজ্ঞাপন শো করায় এই অ্যাপটি। এখানে আপনি যত বেশি বিজ্ঞাপন দেখবেন তত বেশি টাকা উপার্জন করতে পারবেন। এবং আপনার উপার্জিত থাকা পেটিএম এর মাধ্যমে ব্যাংক একাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন।

mCent:

এই অ্যাপটি বহুদিন ধরেই বাজারের রাজত্ব করে চলেছে । মূলত বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইন্সটল করার জন্য এই অ্যাপটি টাকা দিয়ে থাকে। পাশাপাশি এখানে ভিডিও দেখার জন্য আপনাকে পয়েন্ট দেওয়া হতে পারে যেগুলি রিডিম করে আপনি টাকা পেতে পারেন। তাছাড়া অন্যান্য ইউজারদের ইনভাইট করার মাধ্যমে আপনারা টাকা উপার্জন করতে পারবেন।

CrownIt:

২০১৪ সালে এই অ্যাপটি শুরু করা হয়। এখানেও আপনি যখন কোনরকম বিল আপলোড করবেন তখনই তার পরিবর্তে আপনি ক্যাশব্যাক পাবেন। রেস্তোরাঁ,স্পা, সেলুন ইত্যাদি জায়গার যে কোনো রকম বিল এখানে আপলোড করতে পারেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *