গত ২৩ ডিসেম্বর বাংলার মানুষ মজেছেন ছোট্ট চিনু, ভেপুর সঙ্গে অনেক অনেক ‘হামি’ র সমাহারে। ২০১৮ সালে শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায়ের পরিচালনায় বড় পর্দায় ভুটু চিনির আদুরে গল্প নিয়ে আসে ‘হামি’। ছবিটির জনপ্রিয়তা এত বেশি ছিল যে, পরিচালকদ্বয় ফের এই ছবির আর একটি ভাগ তুলে ধরলেন দর্শকের সামনে। তাঁদের সাম্প্রতিক ছবি ‘হামি 2’ মুক্তি পেয়েছে ২৩ ডিসেম্বর। যদিও এবারে কলাকুশলী, গল্প প্রভৃতিতে রয়েছে বেশ অদল বদল।
কখনও চিড়িয়াখানায় গিয়ে, কখনও বা স্কুলে স্কুলে গিয়ে, বিভিন্ন মাধ্যমে হয়েছে ‘হামি 2’ এর প্রচার। এই ছবিতে রয়েছে মুখ্য চরিত্রে তিনটি শিশু। তাঁদের চরিত্রে অভিনয় করেছে ঋতদ্বীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা এবং অরিত্রিকা চৌধুরী। দিন কয়েক আগে তাঁরা সামিল হয়েছিলেন এক নামী রেডিও সংস্থার অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের ‘বার্বি ডল’ মনামী ঘোষ। মনামী যে শুধু দারুন অভিনেত্রী তাই নয়, তিনি একজন গুণী নৃত্যশিল্পীও। শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায়ের পরিচালনায় ‘বেলাশেষে’ এবং ‘বেলাশুরু’ ছবিতে মনামী অভিনয় করেন। ‘বেলাশুরু’ ছবিটিতে অন্যান্য কলাকুশলীদের সঙ্গে মনামীও তাল মিলিয়েছিলেন ‘ইনি বিনি টাপা টিনি’ গানটিতে। বলা বাহুল্য, ইমন চক্রবর্তী, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ‘খ্যাদা’র কণ্ঠে এই গান, এবং সকলের নাচ রাতারাতি দর্শকদের মন জয় করে নেয়। সেই গানেই ‘হামি 2’ এর ছোট্ট শিশুশিল্পীদের সঙ্গে কোমর দোলালেন মনামী। তাঁদের সঙ্গে তাল মেলালেন স্বয়ং পরিচালক শিবপ্রসাদ মুখার্জী, যিনি এই ছবিতে এক বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘লাল্টু’।
এই ছবির গল্প, ‘বিস্ময়’ প্রতিভা নিয়ে! বিশেষ করে যে সকল শিশুকে সমাজ ‘জিনিয়াস’ বা ‘বিস্ময়’ হিসেবে মান্যতা দিয়ে তাঁকে নিয়ে একটা সময় অনেক মাতামাতি করলেও, কালের নিয়মে তাঁরা হারিয়ে যায়! বড়দের ক্ষেত্রেও তাই! আবার নতুন বিস্ময় আসে তাক লাগাতে! কিন্তু কি হয় তখন পুরনো বিস্ময়ের? তাঁর বিস্মিত করার ক্ষমতা কি ঠুনকো হয়ে যায়? এমনই এক গম্ভীর ভাবাবেগে আবর্তিত হয়েছে এই ছবি। গার্গী রায়চৌধুরী, অঞ্জন দত্ত, এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মত তারকার সমাহার রয়েছে এই ছবি জুড়ে।