মোবাইল চোরদের মাথায় হাত! এবার থেকে মোবাইল চুরি হলে চিন্তা নেই আর আপনার!

এখনকার যুগে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। অনেকের কাছে একাধিক মোবাইলও রয়েছে। স্মার্ট ফোন মানেই তার দাম হয় বেশ চড়া। বেশিরভাগই স্মার্টফোন গুলির দাম ১০ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত হয়, যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করে থাকেন। মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে স্বাভাবিকভাবেই একটা বড় শক লাগে আমাদের। বাড়ির বাইরে বেরোলে মোবাইল চুরি হয়ে যাবার একটা আশঙ্কা থেকেই যায় আমাদের মনে।

তবে এবার থেকে মোবাইল চুরি হয়ে গেলে আর বিশেষ একটা চিন্তার কিছু নেই, কারণ খুব সহজে আপনি আপনার হারানো মোবাইল পেয়ে যাবেন তাও আবার কেন্দ্র সরকারের উদ্যোগে।

কয়েক মাস আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি পোর্টাল লঞ্চ করা হয়েছিল ,যেটির মাধ্যমে হারানো মোবাইল ফিরে পাওয়া বাট ট্র্যাক করা সম্ভব হচ্ছিল। তবে এই পরিষেবাটি শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল গুলি এবং হাতেগোনা কয়েকটি রাজ্যের জন্য চালু হয়েছিল। অবশেষে গত ১৭ মে তারিখ থেকে সারা ভারতের প্রত্যেকটি রাজ্যে এই পরিষেবাটি শুরু হয়ে গেল।

এতদিন পর্যন্ত মোবাইল হারিয়ে গেলে সিম কোম্পানির দ্বারস্থ হয়ে সিম ব্লক করতে হতো। তবে এবার আপনার মোবাইল যদি হারিয়ে যায় তাহলে আপনি নিজেই সেই মোবাইলটি ব্লক করতে পারবেন বা মোবাইলটির লোকেশন বের করতে পারবেন খুব সহজেই।

কেন্দ্রীয় সংস্থা Central Equipment Identity Register (CEIR) এতদিন পর্যন্ত দিল্লি ,কর্ণাটক, মহারাষ্ট্র এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে এই পরিষেবাটি চালু করেছিল। তবে গত ১৭ মে থেকে সফলভাবে সারা ভারতের জন্যই পরিষেবাটি শুরু করা হলো।

সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা চালু হওয়ার ফলে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন এবং সিম কার্ড খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। কেউ যদি আপনার মোবাইলে নতুন সিম লাগায় বা আইএমইআই নম্বরটি পরিবর্তন করার চেষ্টা করে তাহলেও আপনি খুব সহজেই সেই বিষয়টি জেনে নিতে পারবেন।

Scroll to Top