আর লাগবেনা Truecaller অ্যাপ, নরমাল কলের সময়ই কলার এর পরিচয় জানতে পারবেন।

বর্তমানে ট্রুকলার (True caller) অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ। আপনাকে কে ফোন করছে তার নাম, লোকেশন, ইমেইল সমস্ত কিছু জানতে পারবেন এই অ্যাপ থেকে। কেউ যদি আপনার নাম্বার সার্চ করে থাকে সেটিও আপনি জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

যখন কোন ফ্রড, স্প্যামার বা কোন কোম্পানি থেকে আমাদের ফোন আসে তখন ট্রুকলার আগেভাগেই আমাদের জানিয়ে দেয় এবং আমাদের অনেকটা সময় বেঁচে যায় এবং সিকিউরিটি(Security) বজায় থাকে।

যদি কোন অচেনা নম্বর থেকে কল আসে তাহলে কে কল করছে সেটিও কল আসার সাথে সাথে জানিয়ে দেয় ট্রুকলার। স্বাভাবিকভাবেই মানুষের কাছে এই অ্যাপের জনপ্রিয়তা নিয়ে কোন প্রশ্নই নেই।

তবে আর হয়তো ট্রুকলার অ্যাপ এর দরকার হবে না। অনেকে নিজেদের মোবাইলের স্টোরেজ সমস্যার(Storage problem) জন্য অ্যাপ ইন্সটল করেন না। তারা ট্রুকলারের ওয়েবসাইটে (True caller website) গিয়ে চেক করলেও কোন নম্বরের ডিটেলস পেতে পারেন।

Trai – India ইন্ডিয়া থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে কল এলেই caller id উল্লেখ করে দেবে মোবাইল কোম্পানিগুলি। আপনাকে কোন ফ্রড, স্প্যামার বা কোন কোম্পানি থেকে ফোন করা হচ্ছে কিনা তা আপনি ফোন আসার সাথে সাথেই বুঝতে পারবেন।

Trai এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকরী করা হলে আলাদা করে আর আমাদের মোবাইলে ট্রুকলার ইনস্টল করে রাখার দরকার হবে না। বর্তমানে ট্রুকলার কিছু কিছু সার্ভিস(Truecaller paid service) বিনামূল্যে গ্রাহকদের ব্যবহার করার সুযোগ দেয়। truecaller অ্যাপ এর বহু ফিচার ব্যবহার করতে মাস গেলে বেশ মোটা টাকা গুনতে হয়। কেউ আপনার প্রোফাইল বা নম্বর ভিজিট করছে কিনা সেটা জানতেও টাকার দরকার হয়।

Trai এর এই সিদ্ধান্ত কার্যকরী হলে উপকৃত হবেন সকল মোবাইল গ্রাহকরাই। কোন অচেনা ব্যক্তি ফোন করলে আপনি তখনই বুঝতে পারবেন কে আপনাকে ফোন করেছে এবং সে কোনো ফ্রড বা স্প্যামার (Spammer) কিনা।

Scroll to Top