‘..পেয়ার হোতা হে দিওয়ানা সানাম’, এমনই মন্ত্রবলে যেন চালিত হয়েছিল নব্বই দশকের বাঙালির ‘প্রিয়তমা’দের হৃদয়। আর সেই মন্ত্র যেন উচ্চারণ করেছিলেন সঙ্গীতের ‘হার্টথ্রব’ কুমার শানু। অরূপ এবং প্রণয়ের সুরে, তিরিশ বছর আগে শানু গেয়েছিলেন তোমার সুরে সুর বেধেছি’। তিরিশ বছর পর অরূপ ব্যানার্জি, কুমার শানু-পুত্র, জান কুমার শানুকে দিয়ে গাওয়ালেন একটি প্রেমের গান। ‘ভালোবাসার সুরে ঠিকানা’ গানটি, ইতিমধ্যে নেট মাধ্যমকে আলোড়িত করেছে।
গানটির প্রত্যেকটি শব্দেই যেন প্রেমের আবেগ ভর্তি হয়ে রয়েছে। সদ্য প্রেমে পড়া দুই যুগলের প্রাথমিক পর্যায়ের গান এটি। প্রথমে আলাপ, তারপর একে অপরকে হালকা ছোঁয়ার ‘বাধ্যতা’, এবং দুজনের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া সমস্তটাই পর্যায়ক্রমিকভাবে ফুটে উঠেছে গানে।
গানটি জি মিউজিক থেকে প্রকাশ পেয়েছে সম্প্রতি। প্রসঙ্গত এই গানের প্রযোজক রিতা ভট্টাচার্য, অর্থাৎ স্বয়ং জানের মা। গানটি লিখেছেন প্রিয় চ্যাটার্জী।
প্রেম এমন এক অনুভূতি যা স্থান কাল পাত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। তাই এই গানটি যে কোন বয়সেরই নেটিজেনদের পছন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
Image Source: Instagram