OnePlus লঞ্চ করল Nord N300 সিরিজের নতুন একটি 5G স্মার্টফোন। জেনে নিন দাম ও ফিচার্স

বর্তমান সময়ে স্মার্টফোন খুবই প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে। স্মার্টফোন ব্যাবহার করেন না, এমন মানুষের সংখ্যা হাতে গনা। এই স্মার্টফোন বাজারে বিভিন্ন মূল্যে, বিভিন্ন ফিচার্স পাওয়া যায়। অনেক সংস্থা রয়েছে যারা এগুলি নির্মাণ করে। স্মার্টফোন দুনিয়ায় এমনই এক পরিচিত ব্র্যান্ড হলো ওয়ানপ্লাস (OnePlus)। বর্তমানে এই সংস্থার ফোনগুলি বাজারে বেশ ভালো চাহিদা তৈরি করেছে। সম্প্রতি সংস্থাটি একটি নতুন মডেলের স্মার্টফোন (New Smartphone) বাজারে নিয়ে আসলো। যার নাম নোর্ড এন৩০০ ৫জি (Nord N300 5G)। তবে এটি লঞ্চ (Launch) হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। আজকের প্রতিবেদনে নোর্ড এন৩০০ ৫জি ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো।

OnePlus Nord N300 5G-এর দামওয়ানপ্লাস এর নতুন স্মার্টফোন নোর্ড এন৩০০ ৫জি ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এটি ৪GB RAM ও ৬৪GB ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। এছাড়া এটি Midnight Jade কালারে বাজারে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই ফোনটি লঞ্চ করা হবে। এই মোবাইলের বাজার মূল্য $228। যা ভারতীয় মূল্য প্রায় ১৮ হাজার টাকা।

OnePlus Nord N300 5G-এর স্পেসিফিকেশন

১) ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনটি ১৬১২ × ৭২০ পিক্সেল রেজলিউশন সহ ৬.৬৫ ইঞ্চি HD + ডিসপ্লে লাগানো হয়েছে। যেটি LCD প্যানেলে দ্বারা নির্মিত। এটি ৯০Hz রিফ্রেশরেট সাপোর্টেড। এছাড়া ডিসপ্লের উপরে রয়েছে ‘V’ আকৃতির ওয়াটারড্রপ নচ।

২) এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর ব্যাবহৃত হয়েছে, যা MediaTek Dimensity 810 চিপসেট সহ আসবে। অন্যদিকে ফোনটি Mali-G57 MC2 GPU গ্রাফিক্স সাপোর্টেড। ফোনটি লেটেস্ট এবং উন্নত Android 13 হিসাবে লঞ্চ করা হয়েছে, যা Oxygen OS 13 দ্বারা চালিত হবে।

৩) এই স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য লাগানো হয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা। এর সাথে ফোনের ব্যাক প্যানেলে রয়েছে একটি LED ফ্ল্যাশ এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সরের সঙ্গে কাজ করবে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য লাগানো হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৪) স্মার্টফোনটি ৫G SA/NSA এর পাশাপাশি Dual ৪G VoLTE সাপোর্টেড। মোবাইল ফোনের সাইড প্যানেলে লাগানো রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সিকিউরিটি প্রদান করবে।

৫) এই স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের ৫,০০০ mAh ব্যাটারি লাগানো হয়েছে। যা ৩৩W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

Scroll to Top