মাত্র ৮০০ টাকায় কমেই সারা বছর চলবে মোবাইল, সাথে মিলবে রোজ ২ জিবি ডাটাসহ একাধিক অফার। এই প্ল্যান সম্পর্কে জানেন?

যারা জিও ,এয়ারটেল এবং ভোডাফোনের মত টেলিকম সংস্থাগুলি ব্যবহার করেন, তাদেরকে প্রতি মাসে বেশ অনেক টাকা রিচার্জ করতে হয়। শুধুমাত্র মোবাইলে সিম চালু রাখতেই প্রত্যেক মাসে ৯৯ টাকা রিচার্জ করা লাগে এবং আনলিমিটেড ডাটা বা কলিং এর জন্য প্রতি দু মাসে প্রায় 480 টাকা খরচ করতে হয় এয়ারটেল এবং ভোডাফোনের ক্ষেত্রে।

তবে সম্প্রতি বিএসএনএল একটি প্ল্যান লঞ্চ করেছে যে প্লানে ৮০০ টাকার কমেই আপনি সারা বছর সিম চালু রাখতে পারবেন। এছাড়া প্রতিদিন 2gb ডাটা ১০০ টি এসএমএস সহ আরো একাধিক অফার পাবেন।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল বরাবর ইউজারদের অনেক কম দামে ভালো রিচার্জ প্ল্যান অফার করে। বর্তমানে বহু গ্রাহকেরা এয়ারটেল, জিও ছেড়ে bsnl-এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। কারণ এই টেলিকম সংস্থা থেকে খুব অল্প দামে অনেক দিনের ভ্যালিডিটিসহ বিভিন্ন রকম অফার পাওয়া যায়।

বিএসএনএল ৭৯৭ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন?

৭৯৭ টাকা রিচার্জ করলে এক বছরের জন্য সিম চালু রাখার ভ্যালিডিটি পাওয়া যাবে।

যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।

প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডাটা খরচ করার সুযোগ।

প্রতিদিন পাওয়া যাবে ১০০ টি এসএমএস।

প্রতিদিন নির্ধারিত ডেইলি ডাটা শেষ হয়ে যাবার পর গ্রাহকরা প্রতি সেকেন্ডে ৪০ kb হারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

তবে এই প্লানে সারা বছর ধরে রোজ ২ জিবি ডাটা এবং ১০০ টি এসএমএস পাওয়া যাবে না। রিচার্জ করার প্রথম ৬০ দিন পর্যন্ত প্রতিদিন দুই জিবি ডাটা এবং ১০০ টি এসএমএস পাওয়া যাবে। অর্থাৎ প্রথম সাত দিনে গ্রাহকেরা পাবেন ১২০ জিবি ডাটা।

তবে এই প্লান রিচার্জ করলে আপনার সিম এক বছরের জন্য চালু থাকবে এবং ইনকামিং কল এর সুবিধা থাকবে। এই প্ল্যান চলাকালীন অল্প মূল্যের টপ আপ করে সেই টাকা দিয়ে কথা বলতে পারবেন যেকোনো নেটওয়ার্কে।

অন্যান্য নেটওয়ার্কের যেখানে সারা বছর সিম চালু রাখতে প্রায় ১২০০ টাকা খরচ , সেখানে বিএসএনএলের সিমে ৮০০ টাকা মত খরচ করলেই সারা বছর মিলবে ইনকামিং কলের ভ্যালিডিটি এবং তার সাথে ১২০ জিবি ডাটা এবং ৬০০০ টি এসএমএস।

Scroll to Top