ওপোর স্মার্টফোন(Oppo Samrtphone) মানে নতুন কিছু থাকবে। তেমনি গ্রাহকদের কথা মাথায় রেখে ওপো কোম্পানি ভারতীয় বাজারে নিয়ে এলো A সিরিজের নতুন স্মার্টফোন Oppo A77 4G। এর আগে ওপো কোম্পানি জুন মাসে তাদের Oppo A77 5G মডেলটি লঞ্চ করেছিল। এরপর নতুন ফিচার্সের সঙ্গে বাজারে লঞ্চ করছে Oppo A77 4G। নতুন এই মডেলটি মিডিয়াটেক হেলিও জি35 প্রসেসর (MediaTek Helio G35 Processor) যুক্ত। চলুন মডেলটির ফিচার্স ও দাম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিন।
নতুন Oppo A77 4G মডেলের ফিচার্স কেমন হবে জেনে নিন
১) মডেলটি 6.56 ইঞ্চি LCD HD ডিসপ্লে যুক্ত এবং এটির রিফ্রেশ রেট 60 Hz।
২) ফোনটিতে MediaTek Helio G35 প্রসেসর ব্যাবহৃত হয়েছে।
৩) ফোনটিতে 4 GB RAM ও 64 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে।
৪) ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা বিশিষ্ট। প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি সেন্সরটি 2 মেগাপিক্সেল যুক্ত ক্যামেরা। ছাড়াও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ।
৫) ফোনটিতে আল্ট্রা-লাইনার স্টেরিও স্পিকার সহ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
৬) ফোনটি 5000 mAh ব্যাটারি যুক্ত, যেখানে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
নতুন এই মডেলটির দাম ভারতীয় বাজারে মূল্য কত জানেন?
Oppo নতুন মডেলটি আজ ভারতীয় বাজারে পাওয়া লঞ্চ হয়েছে। 4 GB RAM এবং 64 GB স্টোরেজ বিশিষ্ট ফোনটি ভারতীয় মূল্যে দাম পড়বে 15,499 টাকা। নতুন মডেলটি স্কাই ব্লু এবং সানসেট কমলা রঙের পাওয়া যাবে। অফলাইন এবং অনলাইন দু জায়গা থেকেই আপনি ফোনটি কিনতে পারবেন।