ফের রাজত্ব ‘মিঠাই রানীর’, কম যাননি ‘লক্ষ্মী কাকিমা’ও, মিলিয়ে গেল ‘ধুলোকণা’

২০২১ থেকে সেরার তালিকায় সর্বোচ্চ স্থান দখল করে রাখতেন, আপামর বাঙালির প্রিয়, মিঠাই রানী। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয়তা বরাবরই শীর্ষে থাকত। কিন্তু ২০২২ এ স্টার জলসার ‘গাঁটছড়া’ এবং ‘ধুলোকণা’র দাপটে, ক্রমশ স্থানচ্যুত হতে থাকেন মিঠাই রানী। কিন্তু ফের সকলকে ছাপিয়ে গিয়ে টিআরপির প্রথম স্থান দখল করল এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। ‘গাঁটছড়া’ চতুর্থ স্থানে নেমে এলেও, প্রথম পাঁচে জায়গা পায়নি ‘ধুলোকণা’।

‘মিঠাই’ টিআরপি রেটিংয়ে পিছিয়ে গেলেও, তার জনপ্রিয়তায় কখনোই ভাটা পড়েনি। উল্টে দিন দিন মানুষের ঘরে ঘরে প্রবল ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। সম্প্রতি দেখানো হয়, মোদক পরিবারের একটি আনন্দ অনুষ্ঠানে নেমে আসে আকস্মিক বিপর্যয়। সকলের নয়নের মনি মিঠাই গুলিবিদ্ধ হয়। কিন্তু দর্শকদের বেশি দিন মন খারাপে রাখেননি ধারাবাহিক কর্তৃপক্ষ। দিন কয়েকের মধ্যেই মিঠাইকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা হয়। আর তাতেই দারুন উচ্ছ্বসিত হন ‘মিঠাই’-প্রেমীরা।

মিঠাই


ধারাবাহিকের টিআরপি কমে যাওয়া নিয়ে অভিযোগ উঠছে, কিছু ফেসবুক পেজের ‘চুরি’র বিরুদ্ধে! সম্প্রচারের আগেই নাকি সেই পেজগুলিতে ধারাবাহিকের পর্ব ‘আপলোড’ হয়ে যাচ্ছে। আর তাতেই অনুগামীরা উপভোগ করছেন তাঁদের প্রিয় সিরিয়ালগুলি। টিভিতে না দেখে, ফোনে খুব সহজ ভাবে দর্শক এই পর্বগুলি দেখে ফেলেছেন বলে কমছে টিআরপি রেট। এতে ক্রুদ্ধ হয়ে উঠছেন চ্যানেল কর্তৃপক্ষ। এই অনৈতিক কার্যের প্রতি খুব শীঘ্রই কড়া পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে।

মিঠাই রাণী ও উচ্ছে বাবু

Scroll to Top