• Please enable News ticker from the theme option Panel to display Post

তিন বছর আগের ভাগাড় কাণ্ডের স্মৃতি উস্কে দিতে আসছে সব্যসাচী ঐন্দ্রিলার নতুন ওয়েব সিরিজ

তিন বছর আগের ভাগাড় কাণ্ডের স্মৃতি উস্কে দিতে আসছে সব্যসাচী ঐন্দ্রিলার নতুন ওয়েব সিরিজ

ঠিক কয়েক মাস আগেও তিনি আক্রান্ত ছিলেন মারণ রোগ ক্যান্সারের থাবায়। চলছিল জীবনের সঙ্গে লড়াই। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, একাদশ শ্রেণীর পর, ২০২১ সালে দ্বিতীয়বারের জন্য ক্যান্সার আক্রান্ত হন তিনি। কয়েক মাস টানা চিকিৎসাধীন থাকার পর, এখন তিনি সুস্থ। বরাবর তিনি থাকতে চেয়েছেন স্বাভাবিক ছন্দে। কিন্তু তবুও দ্রুত চিকিৎসা সম্পন্ন করার জন্য তাঁকে নিতে হয়েছিল বিরতি। ঐন্দ্রিলা আবার ফিরছেন চেনা ছন্দে, একটি ওয়েব সিরিজের হাত ধরে। বলা বাহুল্য, তাঁর সঙ্গে এই সিরিজে রয়েছেন তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরীও।


সিরিজের নাম ‘ভাগাড়’। নাম শুনেই বোঝা যাচ্ছে ছবিটি কোন দিকে ইঙ্গিত করছে। ২০১৮ সালে মহানগরী তোলপাড় হয়ে গেছিল ভাগাড় কাণ্ডের দুঃসহ অভিজ্ঞতায়। খাবারে মেশানো হত পচা মাংস। কি প্রভাব পড়েছিল তা সাধারণ মানুষের জীবনে, সেই নিয়েই গল্প। নোনাডাঙার নিম্নবিত্ত, ভীতু, মেরুদন্ডহীন পরেশের জীবনে নেমে আসে আকস্মিক দুর্যোগ। বিরিয়ানিতে বেড়ালের মাংস খেয়ে মৃত্যু হয় তাঁর একমাত্র সন্তানের। রাতারাতি স্ত্রীয়ের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। স্ত্রী সম্পর্ক তৈরি করে অন্য পুরুষের সঙ্গে। অসহায় পরেশের মুক্তির উপায় হয়ে ওঠে মৃত্যু। ‘সহজ’ ভাবে হতে পারে এমন মৃত্যুর উপায় খোঁজ করে সে। এমনকি নিজের জন্য নিয়োগ করে সুপারি কিলারও। কিন্তু চোখের সামনে এক গুলিবিদ্ধ ব্যক্তির মর্মান্তিক বাঁচবার লড়াই দেখে পরেশ হয়ে ওঠে জীবনমুখী। উলটোদিকে একজন ইউটিউবার অনির্বাণ, হঠাৎ ‘এক্সপ্লোর’ করে ফেলে এক অসৎ ব্যবসায়ীর বেবিফুডের কারখানা। কিন্তু তাঁকে দমানোর জন্য উঠে পড়ে লাগে পুলিশ। কারণ এই অসাধু ব্যবসার কথা পাঁচ কান হলে সমাজের নামী ব্যক্তিদের মুখোশ খুলে যাবে।

Bhagar ওয়েব সিরিজের একটি দৃশ্য


পরেশ এবং অনির্বাণের জীবন কোন পর্যায় গিয়ে সংযোগ স্থাপন করবে, সমাজ কিভাবে মুক্তি পাবে এই অসৎ আবহ থেকে, তার জন্য দেখতে হবে সিরিজটি।
সব্যসাচী অভিনয় করছেন পরেশের ভূমিকায়। যদিও তাঁর বিপরীতে ঐন্দ্রিলা নেই। ঐন্দ্রিলার চরিত্র সম্পর্কে এখনও জানা যায়নি। তিনি ইতিমধ্যে জি বাংলা অরিজিনালসে ‘ভোলে বাবা পাড় কারেগা’ নামের একটি ছবিতেও কাজ করেছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *