বেকারত্ব এক কঠিন ব্যাধি,’আজকের শর্টকাট’ ছবিতে মুক্তির উপায় খুঁজবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী

বিশু, সমাজের তথাকথিত নিম্ন স্তরের যুবক। যাঁর জীবন অতিষ্ঠ হয়ে উঠছে ‘বেকারত্ব’ নামের সামাজিক ব্যাধিতে। শরীরে ব্যাধি নির্মূলের জন্য তো কত ওষুধ রয়েছে! কিন্তু সামাজিক ব্যাধি নির্মূলের জন্য? আর যদি সেই ব্যাধি হয় হাতে কোনও রকম কাজ না থাকার, কোনও রকম উপার্জন করতে না পারার? তখন সংসার তথা সমাজের চোখ রাঙানির শিকার হতে হয় বেকারত্ব আক্রান্তকে। ঠিক যেভাবে হতে হচ্ছে বিশুকে। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? কোনও কাজের সন্ধান কি পাবে বিশু? নাকি পেটের জ্বালায় আর সাংসারিক বিবাদ রুখতে ‘শর্টকাট’ অবলম্বন করে কোনও অসৎ পথে এগিয়ে যাবে? এমনই এক পরিপ্রেক্ষিতে গল্প নির্মাণ করেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী।

Nachiketa Chakraborty


এতদিন সুরের জাদুতে মানুষকে মোহিত করেছেন, এবার কলমের জোর প্রতিষ্ঠিত করবার পালা। তাঁর রচিত ছবিটির নাম ‘আজকের শর্টকাট’। এটি পরিচালনা করেছেন সুবীর মন্ডল। বিশুর চরিত্রে অভিনয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর ঠিক বিপরীত স্থানে অবস্থান করছেন এক বহুতলের আবাসিক গৌরব চক্রবর্তীর অভিনীত চরিত্র। বাংলাদেশী অভিনেত্রী অপু বিশ্বাসের এই প্রথম ভারতীয় ছবিতে আত্মপ্রকাশ ঘটতে চলেছে গৌরবের নায়িকার ভূমিকায়।

গৌরব,নচিকেতা ও পরমব্রত


ছবির কাজ ২০১৯ এর মধ্যে শেষ হলেও, অতিমারির দাপটে ছবির মুক্তি স্থগিত হয়। সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসে এই ছবি মুক্তি পাবে। ছবির সংগীত নির্মাণের দায়িত্বে আছেন স্বয়ং নচিকেতা। তাঁকে গানের দৃশ্যতেও গায়ক হিসেবে অভিনয় করতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *