• Please enable News ticker from the theme option Panel to display Post

ইন্টারনেট লাগবে না UPI লেনদেনের সময়, নতুন ফিচার লঞ্চ করল PNB !

ইন্টারনেট লাগবে না UPI লেনদেনের সময়, নতুন ফিচার লঞ্চ করল PNB !

বর্তমানে প্রযুক্তির উন্নতির কারণে প্রায়ই সবকিছুই হয়ে গেছে ডিজিটাল শপিং থেকে শুরু করে আর্থিক লেনদেন সবকিছুই আমরা বর্তমানে মোবাইলের মাধ্যমেই করে ফেলতে পারি। বাজার থেকে শুরু করে বিল পেমেন্ট, কোন কিছুর জন্যই এখন আর মানুষকে বাড়ির বাইরে বেরোতে হয় না, ঘরে বসেই সবকিছু করা সম্ভব ইন্টারনেট এবং ইউপিআই এর দৌলতে।

এমনকি বর্তমানে কেনাকাটির করার ক্ষেত্রেও ক্যাশের বদলে জায়গা করে নিচ্ছে অনলাইন পেমেন্ট। ইউপিআই এর মাধ্যমে নিমিষেই টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য একাউন্টে পাঠানো সম্ভব হয়। এক রাজ্য থেকে অন্য রাজ্যে টাকা চলে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। তবে ইউপিআই লেনদেনের জন্য অত্যাবশ্যক হলো অ্যান্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট কানেকশন। এই ধারণারই আমূল পরিবর্তন হতে চলেছে।

বর্তমানে বহু জায়গা রয়েছে যেখানে ইন্টারনেট কানেকশন খুবই দুর্বল, যার কারণে সেখানে অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করা সম্ভব হয় না। আবার অনেক সময় মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকার জন্য ইউপিআই লেনদেন করতেও সমস্যার মধ্যে করতে হয় গ্রাহকদের।

ইন্টারনেট ছাড়াই অনলাইনে টাকার ট্রানজেকশন করার ক্ষেত্রে নতুন পথ দেখালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সরকারি ব্যাংক হিসেবে প্রথম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে IVR-ভিত্তিক UPI পরিষেবা আনা হলো। এই পরিষেবার পুরো নাম দেওয়া হয়েছে UPI 123PAY। মূলত আগামী ২০২৫ সালের মধ্যে নগদহীন এবং কার্ডহীন সমাজ গড়ে তোলার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই পরিষেবা লঞ্চ করেছে। এবার থেকে ইন্টারনেট ছাড়াই বা দুর্বল ইন্টারনেট পরিষেবাযুক্ত অঞ্চলেও টাকা পয়সার লেনদেন করা যাবে ইউপিআই এর মাধ্যমে।।

UPI 123PAY পরিষেবা পাবার জন্য প্রথমে 9188-123-123 নম্বরে কল করতে হবে। এরপর কোলে দেওয়া বিভিন্ন ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করতে থাকলে নিমেষের মধ্যে হয়ে যাবে অনলাইন পেমেন্ট। এর জন্য আপনার আলাদা করে ইন্টারনেটের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র মোবাইলে কল করার মতো ব্যালেন্স থাকলেই আপনারা এই পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে এই পরিষেবা লঞ্চ করা হলেও আগামী দিনে সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই এই পরিষেবা লঞ্চ করা হতে পারে, যাতে করে গ্রাহকরা ইউপিআই লেনদেনের নতুন দুনিয়াতে প্রবেশ করতে পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *