Realme ভারতীয় বাজারে লঞ্চ করলো 10 Series এর আরো একটি নতুন স্মার্টফোন।

স্মার্টফোন (Smartphone) দুনিয়ায় অন্যতম জনপ্রিয় সংস্থা হলো রিয়েলমি (Realme)। ভারতের বাজারে এই ফোনগুলি ভালো চাহিদা রয়েছে। বাজার ধরে রাখতে সংস্থা মাঝে মধ্যেই নতুন মডেলের ফোন নিয়ে হাজির হয়। জানা যাচ্ছে, রিয়েলমি ভারতীয় বাজারে আরো এক নতুন স্মার্টফোন লঞ্চ করলো। গত ৫ই নভেম্বর আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হলো ফোনটি। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতীয় বাজারে লঞ্চ হবে ফোনটি। ফোনটি রিয়েলমি ১০ সিরিজের (Realme 10 Series) নতুন ফোন। এর নাম রিয়েলমি ১০ ৪জি (Realme 10 4G)। আজকের প্রতিবেদনে থেকে ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানবেন। চলুন জেনে নিন।

ভারতীয় বাজারে Realme 10 4G এর দাম

রিয়েলমি ১০ ৪ জি স্মার্টফোনটির দাম (Price Of Realme 10 4G) সম্পর্কে বলতে গেলে, এটি একটি মিড বাজেটের মোবাইল ফোন। যা ভারতীয় বাজারে ১৭,০০০ থেকে ১৯,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এ নিয়ে একটি তথ্য ফাঁস হয়েছে। যেখান থেকে জানা যাচ্ছে, অফার এবং ডিল সহ এই মডেলের বেশ মডেলটি ভারতীয় বাজারে ১৫,০০০ টাকায় মিলবে। এই বেশ মডেলটি ৬জিবি RAM বিশিষ্ট। এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টে মিলবে, যথা গোলাপি ও গ্রে।

Realme 10 4G এর স্পেসিফিকেশন

১) রিয়েলমি কোম্পানির নতুন স্মার্টফোন রিয়েলমি ১০ ৬.৫-ইঞ্চি Full HD + ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। যা ২৪০০ × ১০৮০ পিক্সেল রেজলিউশন সহ আসবে। অন্যদিকে ফোনের স্ক্রিনটি একটি IPS LCD প্যানেলে তৈরি করা হয়েছে, যা ৯০Hz রিফ্রেশরেট এবং ১৮০Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। এছাড়া ফোনের ডিসপ্লেটিতে পান্ডা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে।

২) রিয়েলমির এই স্মার্টফোনটিতে লাগানো হয়েছে
MediaTek Helio G99 চিপসেট। অন্যদিকে এই ফোনটি ৬জিবি RAM বিশিষ্ট। এছাড়া অতিরিক্ত ৫জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। অর্থাৎ মোট ১১জিবি RAM পেয়ে যাচ্ছেন। ফাঁস হওয়া একটি তথ্য থেকে জানা যাচ্ছে, এই ফোনে LPDDR 4x RAM এবং UFS ২.২ স্টোরেজ প্রযুক্তি সাপোর্ট করবে।

৩) ফটোগ্রাফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা। যেখানে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য লাগানো হয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি সেন্সর। এছাড়া ব্যাটারী ক্যাপাসিটির কথা বললে, এই ফোনে রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি। এটি ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্টেড।

Scroll to Top