Reliance Jio দিচ্ছে 6th Anniversary উপলক্ষে দুর্দান্ত অফার। তাড়াতাড়ি করুন

দেশের অন্যতম পরিচিত টেলিকম সংস্থা হলো রিলায়েন্স জিও (Relience Jio)। দুর্দান্ত রিচার্জ প্ল্যানের সঙ্গে অসাধারণ নেটওয়ার্ক পরিষেবা দিয়ে থাকে। এই সংস্থার রিচার্জ প্ল্যানগুলি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। মাঝে মধ্যেই রিচার্জ নিয়ে বড় সর অফার করযে দেখা যায়। প্রসঙ্গত ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর বাজারে এসেছিল এই সংস্থা। অল্প সময়ের মধ্যেই গ্রহকদের প্রিয় হয়ে উঠেছে জিও। এই বছর 5ই সেপ্টেম্বর রিলায়েন্স জিও ৬ বছর পূর্ণ করলো। সেই উপলক্ষ্যে এই সংস্থা “রিলায়েন্স জিও ৬ তম বার্ষিকী অফার'(Reliance Jio 6th Anniversary Offer)। অফারটি নাম রিলায়েন্স জিও 6 দিনের রিচার্জ ধামাকা (Reliance Jio 6 Days Of Recharge Dhamaka) ঘোষণা করেছে৷ আজকের প্রতিবেদন থেকে এই অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

রিলায়েন্স জিও ৬ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বার্ষিক রিচার্জ প্ল্যান গ্রাহকদের অফার করেছে। রিলায়েন্স জিও-র অফিসিয়াল টুইটার থেকে এই ঘোষণাটি করা হয়েছে। এর অফারটি ২,৯৯৯ টাকায় পেয়ে বার্ষিক প্রিপেড প্ল্যানের সাথে পেয়ে যাবেন। এই প্ল্যানে আরো অতিরিক্ত ৬টি সুবিধা রয়েছে, যা বেশ আকর্ষণীয়। এই অফারটি ৩ তারিখ থেকে লাইভ শুরু হয়েছে। অতিরিক্ত কোন কোন সুবিধা পাবেন, এক নজরে জেনে নিন।

১) অতিরিক্ত ৭৫GB উচ্চ গতির ডেটা পাবেন।

২) ৪৫০০ মূল্যের লাক্সিগো (Lxigo) কুপন পাবেন ৭৫০ টাকায়। ৪৫০০ এর ঊর্ধে কুপন গুলির ক্ষেত্রেও রয়েছে বিশেষ ছাড়।

৩) নেটমেডিস(Netmeds) কুপনে ন্যূনতম 750 টাকা ছাড় দেওয়া হচ্ছে।

৪) এজিও(AJIO) কুপন দ্বারা ২৯৯০ টাকা বা তার বেশি কেন কাটা করলে পেয়ে যাবেন ৭৫০ টাকার বেশি ছাড়।

৫) জিও সাভন প্রো(Jio Saavn Pro)-এর ৬ মাসের প্যাকে থাকছে ৫০ শতাংশ ছাড়৷

৬) রিলায়েন্স ডিজিটাল-এ ৫০০০ টাকার কেনাকাটায় ৫০০ টাকা মূল্যের ছাড় দেওয়া হবে।

অফারটি ৬ই সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত পাবেন। অফলাইন কিংবা জিও.কম, মাই জিও এবং অন্যান্য অনলাইন রিচার্জ প্ল্যাটফর্ম থেকে আপনি এই রিচারজটি করতে পারবেন। ২৯৯৯ মূল্যের প্রিপেড প্ল্যানটি রিচার্জ করার পরে, অফার করা ভাউচারগুলো (Voucher) আপনার মাই জিও অ্যাপের মাই কুপন বিভাগে জমা হবে। কুপনগুলি ভাঙানোর জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, তা নিম্মে বলা হলো।
• প্রথমেই আপনার জিও নম্বরটি দিয়ে মাই জিও(MyJio)-এ লগইন করুন
• এরপর ভাউচার এবং কুপন বিভাগে যান
• তারপর ভাউচারের জন্য যোগ্য ভাউচার অথবা কুপন নির্বাচন করু

Scroll to Top