পুনরায় ফিরিয়ে আনা হলো 397 টাকার প্ল্যান, নতুন কি কি থাকছে BSNL এর এই প্যাকে?

ভারতে চালু থাকা টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ সংস্থা হল Airtel Vodafone Idea এবং Jio। তবে এই তিনটি কোম্পানির সাথে সমানতালে পাল্লা দিয়ে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। অন্যান্য টেলিকম অপারেটর গুলির তুলনায় বিএসএনএল গ্রাহকদের অত্যন্ত সস্তা মূল্যে বিভিন্ন রকম প্লান দিয়ে থাকে।

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল গ্রাহকদের জন্য এনেছে একটি দুর্দান্ত প্রিপেড প্ল্যান। এই প্যাকের ভেলিডিটি ১৫০ দিন।যদি আপনি অল্প টাকার মধ্যে দীর্ঘদিনের রিচার্জ করতে চান, তাহলে এই প্যাকটি হতে পারে অন্যতম একটি সেরা প্ল্যান। আবার অনেকে সেকেন্ডারি সিম হিসেবে বিএসএনএলের সিম ব্যবহার করেন। তাদের জন্যও এই প্লানটি সবথেকে সেরা একটি রিচার্জ প্ল্যান হতে পারে।

৩৯৭ টাকার এই প্ল্যানটি বিএসএনএল আগেও প্রোভাইড করতো। তখন অবশ্য এই প্লানের বৈধতা ছিল ১৮০ দিন। তবে বৈধতা কমিয়ে এখন ১৫০ দিন করা হয়েছে। এর আগে গ্রাহকরা ৬০ দিন প্রতিদিন ২ জিবি করে ডাটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ টি করে এসএমএস পেতেন। তবে বর্তমান প্লানে এই সুবিধাটি পাবেন ৩০ দিনের জন্য।

তাই আপনি যদি দীর্ঘ ১৫০ দিন ধরে সিম চালু রাখতে চান তাহলে রিচার্জ করতে পারেন ৩৯৭ টাকার প্ল্যানটি। সমস্ত সুবিধা গুলি আপনারা পাবেন ৩০ দিনের জন্য তবে বাদবাকি ১২০ দিন সিম চালু থাকবে।

Scroll to Top