মোবাইলের স্টোরেজ নিয়ে সমস্যা? কি করনীয় দেখে নিন।

বর্তমান প্রজন্মে প্রায় সকলের সাথেই রয়েছে স্মার্টফোন। স্মার্টফোন ব্যবহার করতে করতে ব্যবহারকারীদের একটি সমস্যার মধ্যে পড়তে হয়, যেটি হল এর স্টোরেজের সমস্যা। আজকের প্রতিবেদনে আমরা স্মার্টফোনের ফাঁকা স্টোরেজ বাড়ানোর কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করতে চলেছি।

অ্যাপ Cache অবশ্যই পরিষ্কার করা উচিত:

সময়ের সাথে সাথে অ্যাপগুলোর মধ্যে কিছু অপ্রয়োজনীয় ডাটা জমা হতে থাকে। এই Cache গুলি খুব স্টোরেজ নষ্ট করে। এজন্য মাঝেমধ্যেই এই জিনিসটি মোবাইল থেকে ডিলিট করতে হবে। Cache ডিলিট করার জন্য আপনাকে নির্দিষ্ট একটি এপ্লিকেশনের মধ্যে যেতে হবে।সেটির এবাউটে গিয়ে ডিলিট করার অপশন আপনারা পেয়ে যাবেন

২. ইনস্টল করা অ্যাপগুলি পর্যালোচনা করুন:

অনেক সময় আমরা আমাদের মোবাইলে অনেক অপ্রয়োজনীয় গেম এবং অ্যাপ ইন্সটল করে রাখি। যেগুলি আমাদের মোবাইলের অনেকটা স্টোরেজ নষ্ট করে ফেলে পাশাপাশি আমাদের মোবাইল অনেকটা স্লো হয়ে যায়। এজন্য এমন কোন অ্যাপ মোবাইলে রাখবেন না যেটির আপনার প্রয়োজন হয় না। এতে করে আপনার ফোনের স্টোরেজ ও ফাঁকা থাকবে পাশাপাশি মোবাইলের স্পিডও বাড়বে।

৩. Sd কার্ড ব্যবহার করুন:

সব সময় মোবাইলের ইন্টারনাল মেমোরির ওপর চাপ না দিয়ে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করুন। ইন্টারনাল মেমোরি থেকে বড় সাইজের ফাইল গুলি আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড এ ট্রান্সফার করে রাখতে পারেন। এতে করো আপনাদের ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা হবে এবং মোবাইলের গতিও বাড়বে।

৪. লাইট অ্যাপ ব্যবহার করুন:

কিছু কিছু অ্যাপ আছে যেগুলি খুব বড় সাইজের হয়, যার জন্য আমাদের মোবাইলের স্টোরেজ অনেকটাই নষ্ট হয়ে যায়। গুগল প্লে স্টোরে এই বড় অ্যাপগুলির লাইট ভার্সন অ্যাভেলেবেল থাকে। আপনারা যদি এই ভার্সনগুলি ব্যবহার করতে পারেন তাহলে প্রত্যেকটি অ্যাপ কিছু আপনারা ৩০০ থেকে ৫০০ এমবি স্টোরেজ সাশ্রয় করতে পারবেন।

৫.ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন:

গুগল ড্রাইভ বা ড্রপবক্স এর মত ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন। অনেক সময় আমাদের মোবাইলে বাইরের থেকে এক্সটার্নাল স্টোরেজ এড করা হয়ে ওঠে না। সে ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনীয় ডাটা, ফাইল, ছবি, ভিডিও ইত্যাদি গুগল ড্রাইভ বা ড্রপবক্সে সেভ করে রাখতে পারেন। তবে এর জন্য আপনার ইন্টারনেটের প্রয়োজন হবে এবং পরবর্তীকালে যখন আপনার এই ফাইলগুলি প্রয়োজন হবে তখন নির্ধারিত জায়গা থেকে এই ফাইলগুলি আপনাকে ডাউনলোড করে নিতে হবে।

Scroll to Top