ভারতীয়দের জন্য গিজার, হিটার ব্যবহারে কড়াকড়ি, নতুন নিয়ম আনলো ভারত সরকার।

শীতকালে ঈষৎ উষ্ণ জলে স্নান করতে কেই বা না ভালোবাসে? মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত প্রায় সকলের বাড়িতেই এখন একটি গিজার থাকেই। খুব কম সময়ে নির্দিষ্ট পরিমাণের জল গরম করে নেওয়া যায় গিজারের (Gyser) সাহায্যে। তবে এখন চাইলেই যে কোন গিজার বা হিটার আপনি কিনতে পারবেন না। গিজার ব্যবহারে কড়া নিয়ম আনল কেন্দ্র সরকার (Central Government)।

গিজার,হিটার সম্পর্কিত কেন্দ্রীয় নির্দেশিকা কি?

কেন্দ্রের নির্দেশিকা বলা হয়েছে যে সমস্ত গিজার বা হিটারের bee রেটিং মাত্র ১ স্টার, সেগুলি আর বিক্রি করা যাবে না। নির্দেশিকা জারি হয়েছে শক্তি মন্ত্রকের পক্ষ থেকে। এই নির্দেশিকার ফলে এই বছর থেকে ভারতের বাজার থেকে সস্তার সমস্ত হিটার এবং গিজার বিক্রি বন্ধ হয়ে যাবে।

কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকায় কোন কোন গিজার মডেল গ্রাহকরা কিনতে পারবেন, তার একটি তালিকা দেওয়া হয়েছে। ১ স্টার রেটিং এর বেশ কিছু মডেলও রয়েছে এই তালিকায়। ২০২৩ এর প্রথম থেকে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই মডেল গুলি সরকারি নিয়মে বৈধ বলে বিবেচনা করা হয়েছে।

যে সমস্ত গিজার এই তালিকায় জায়গা করে দিতে পারেনি, সেগুলি এই বছরের পয়লা জানুয়ারি থেকেই বাজার বিক্রি বন্ধ করে দেওয়া হবে।

গিজার সংক্রান্ত নির্দেশিকা কেন দেওয়া হলো?

১ স্টার রেটিংয়ের এই সমস্ত গিজার গুলি খুব কম দামে গ্রাহকরা কিনতে পারেন। দাম কম হলেও অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে এই ডিভাইসগুলি। শক্তির অতিরিক্ত অপচয় বন্ধ করতে কেন্দ্রীয় সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

আপাতত পুরো দমে নিষিদ্ধ না করা হলেও, আশা করা যাচ্ছে যে – আগামী বছর গুলির মধ্যে ভারতের বাজার থেকে এই সমস্ত গিজার এবং হিটারগুলি বিদায় নিতে চলেছে। বাধ্য হয়ে তখন গ্রাহকদের বেশি দামের গিজার এবং হিটার কিনতে হতে পারে।

BEE স্টার সেটিং এর মাধ্যমে কোন ডিভাইস কতটা বিদ্যুৎ খরচ করে তা নির্ধারণ করা হয়। রেটিং কম হলে সেটির বিদ্যুৎ অপচয় বেশি হয় এবং রেটিং বেশি হলে সেটি বিদ্যুৎ অপচয় কম হিসেবে বিবেচনা করা হয়।

Scroll to Top